Barak UpdatesHappeningsCultureBreaking News

রূপমের নাটক প্রতিযোগিতার উদ্বোধন, আজ থেকে বিকাল তিনটায় শুরু

ওয়েটুবরাক, ৯ এপ্রিল : বঙ্গভবনে শুরু হল রূপমের ৪১-তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় একাঙ্ক বাংলা নাটক প্রতিযোগিতা৷ শুক্রবার এর উদ্বোধন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি তথা করিমগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. রাধিকারঞ্জন চক্রবর্তী৷ সঙ্গে ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায়, কবি-সাংবাদিক অতীন দাশ, নাট্য প্রতিযোগিতার তিন বিচারক অপূর্বকুমার দে, নারায়ণ দেব ও ড. বিশ্বতোষ চৌধুরী, রূপমের সভাপতি প্রদীপ দত্তরায়, সম্পাদক নিখিল পাল এবং একাঙ্ক নাটক প্রতিযোগিতার সম্পাদক সত্যজিৎ দে৷ তাঁদের উপস্থিতিতে ড. চক্রবর্তী একটি রেপ্লিকারও উদ্বোধন করেন৷ সকল অতিথিদের হাতে উন্মোচন হয় স্মরণিকা ‘সাংস্কৃতিকী’র৷

পরে উদ্বোধক ড. চক্রবর্তী বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রূপম এই নাটক প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে৷ ৪১ বছর ধরে এমন কাজটি করা সহজ কথা নয়৷ রূপমের জন্যই বরাক উপত্যকায় এক পৃথক নাট্যভাবনা গড়ে উঠেছে৷

অসীমানন্দ গঙ্গোপাধ্যায় প্রথমবার রূপমের নাটক প্রতিযোগিতা দেখতে এসেছেন৷ তিনি তাঁদের ব্যবস্থাপনা এবং নাট্য আন্দোলনের প্রতি সংস্থার অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন৷

অতীন দাশ রূপম গড়ার তিন কারিগর নরেশচন্দ্র পাল, রঞ্জু দত্ত ও অমিয়কান্তি নাগের নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন৷ বলেন, তাঁরা শুধু রূপমের জন্ম দেননি, গড়ে তুলেছেন এই অঞ্চলের নাটকের এক বিশেষ ক্ষেত্র৷

ষাট বছর আগে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা হিসাবে শিলচরে রূপমের আত্মপ্রকাশ ঘটে৷ এ উপলক্ষে এবার বর্ষব্যাপী হীরক জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে৷ একাঙ্ক নাটক প্রতিযোগিতা তাদের বার্ষিক অনুষ্ঠান হলেও হীরক জয়ন্তী বর্ষে একে বিশেষ করে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা৷

শুক্রবার রূপমের নিজস্ব শিল্পীদলের সমবেত সঙ্গীত শুরুতেই অনুষ্ঠানের মাত্রা উচ্চগ্রামে পৌঁছে দেয়৷ সৃষ্টির শিল্পীরা নজরকাড়া নৃত্য পরিবেশন করেন৷

প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি নাটক মঞ্চস্থ হয়৷ প্রতিযোগী সংস্থাগুলি হল শিলচরের কালচারাল ইউনিট, কলকাতার মরীচিকা এবং শিলচরের পূবালী৷

শনিবার থেকে ছয়টি নাটক৷ শুরু হবে বিকাল তিনটায়, বঙ্গভবনেই, জানিয়েছেন রূপমের সম্পাদক নিখিল পাল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker