Barak UpdatesHappeningsBreaking News
শ্রীকোণায় স্বাস্থ্যশিবির করে সুবর্ণ জয়ন্তীর সূচনা করল সিআরইউ
ওয়েটুবরাক, ৬ জুন : উত্তর-পূর্বাঞ্চলের মেডিক্যাল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ‘সেন্টার অব মেডিক্যাল অ্যান্ড সেলস্ রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন’ এ বছর সুবর্ণ জয়ন্তীর উদযাপন আনুষ্ঠানিক ভাবে শুরু করলো। এর প্রাথমিক কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় আক্রান্ত এই উপত্যকার মানুষের দুর্দশার কথা মাথায় রেখে সিআরইউ-র স্থানীয় শাখা গত রবিবার শ্রীকোণা অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে । এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন ডাঃ রাজশ্রী দাস, ডাঃ হালিম রাজা, ডাঃ সুব্রত ভট্টাচার্য, ডাঃ অরিত্র দত্ত প্রমুখ।
সিটুর জেলা সভাপতি সমীরণ আচার্য স্বাধীনতা সংগ্রামী বীরেশ মিশ্র ভবনে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন সিআরইউর রাজ্য সহ-সভাপতি রাজেশ সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য সুব্রত রায়, জেলা সভাপতি অশোক ভাওয়াল, জেলা সম্পাদক সারস্বত মালাকার, সহ-সম্পাদক রূপরাজ দেব, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, ডিওয়াইএফআইর পাবলভ লস্কর, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাহউদ্দিন আহমদ সহ সিআরইউর একাধিক সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনেরা। প্রায় ৭০০ জন দুঃস্থ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়৷
আয়োজক কমিটির সভাপতি ডাঃ সঞ্জীব সিকদার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক ‘থিম সং’ উন্মোচন করেন এবং সিআরইউ ইউনিয়নের হেল্থ ভলান্টিয়ারদের মধ্যে জার্সি বিতরণ করেন। ‘থিম সং’-এ কণ্ঠ দিয়েছেন বিশ্বরাজ ভট্টাচার্য, শুভপ্রসাদ নন্দী মজুমদার, শতরূপা চৌধুরী, শোভন দাস ও শ্বেতা রায়। গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্য এবং সুরকার শুভপ্রসাদ নন্দী মজুমদার । সঙ্গীত পরিচালনা করেন কানাইলাল দাস ও পিংকু দাস৷ গানটি রেকর্ডিং করা হয়েছিলো এপেক্স স্টুডিওতে।