NE UpdatesHappeningsBreaking News

রাষ্ট্রপতি নির্বাচনের ক্রশভোট নিয়ে সরগরম অসমের রাজনীতি

ওয়েটুবরাক, ২৬ জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোট নিয়ে অসমের রাজনীতি সরগরম৷ কংগ্রেস এবং ইউডিএফ পারস্পরিক দোষারোপ করছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, ‘গদ্দার’দের খুঁজে বার করা হবে৷ কার্যনির্বাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ হুঁশিয়ারি দেন, বিরোধী বিধায়কদের লাই ডিটেক্টরের সামনে বসতে হবে৷ ইউডিএফ সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুইয়ার টিপ্পনি, “তাতে আমাদের আপত্তি নেই৷ তবে প্রথমে কংগ্রেস বিধায়কদের লাই ডিটেক্টরের সামনে বসতে হবে৷” তাঁর বিশ্বাস, তাহলে অন্য কারও আর পরীক্ষার প্রয়োজন পড়বে না৷

বিজেপি নেতা, রাজ্যের জলসম্পদ মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ক্রশ ভোট নিয়ে বিরোধীদের কাজিয়াকে অর্থহীন বলে মন্তব্য করেন৷ তাঁর কথায়, যে সব বিধায়ক আদিবাসীদের ভোট পেয়েছেন, মহিলাদের ভোট পেয়েছেন, তাঁরা বিবেকের তাড়নায় দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন৷ তাঁদের গদ্দার বা বেইমান বলা অন্যায় বলেই মন্তব্য করেন তিনি৷ শিলচরে সাংবাদিকদের তিনি বলেন, “বরং গান্ধী পরিবারের চামচাগিরি করতে গিয়ে যারা দ্রৌপদী মুর্মুর মতো প্রার্থীকে ভোট দিলেন না, তাঁরা নিজের এলাকার সঙ্গে, ভোটারদের সঙ্গে গদ্দারি করলেন!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker