NE UpdatesHappeningsBreaking News
রাষ্ট্রপতির সবুজ সংকেতে রওয়ানা হয়ে খংসংগামী ট্রেন বৃহস্পতিবার বদরপুরে দাঁড়াবে বেলা একটায়
ওয়েটুবরাক, ১২ অক্টোবর : মণিপুরের রাজধানীর দিকে ট্রেনযাত্রা আরও একধাপ এগোল৷ বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগরতলা রেলস্টেশনে সবুজ পতাকা নেড়ে আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেসকে খংসং পর্যন্ত যাওয়ার যাওয়ার সঙ্কেত দেবেন৷ এতদিন এই ট্রেন জিরিবাম পর্যন্তই চলাচল করছিল৷ বৃহস্পতিবার সেটি আরও ৫৫ কিলোমিটার এগোবে৷
বৃহস্পতিবার উদ্বোধনী ট্রেনটি বিশেষ সময়ে রওয়ানা দেবে৷ রাষ্ট্রপতি সকাল ৯টা ২৫ মিনিটে একে এগিয়ে যাওয়ার সঙ্কেত দেবেন৷ আমবাসা, ধর্মনগর হয়ে নিউ করিমগঞ্জে দাঁড়াবে বেলা ১২টা ৩৩ মিনিটে৷ বদরপুরে আসবে ১টায়, অরুণাচলে ১টা ৫০ মিনিটে৷ জিরিবাম হয়ে ট্রেনটি সন্ধ্যা ৬টায় খংসঙে পৌঁছাবে৷ মণিপুরে ট্রেনটি মোট ৫ স্টেশনে দাঁড়াবে৷
শুক্রবার থেকে অবশ্য ট্রেনটি আগরতলা ও খংসঙের মধ্যে নিয়মিত যাতায়াত করবে৷ সে সময় প্রতি সোম, বুধ ও শুক্রবার ভোর ৬টায় রওয়ানা হয়ে ‘জনশতাব্দী’ নিউ করিমগঞ্জে সকাল ৯টা ৫৮ মিনিটে, বদরপুরে ১০টা ১৯ মিনিটে, অরুণাচলে ১১টা ৬ মিনিটে দাঁড়াবে৷ জিরিবাম হয়ে খংসং পৌঁছাবে বেলা ১টা ৪০ মিনিটে৷ সপ্তাহে ওই তিনদিনই খংসং-আগরতলা জনশতাব্দী রওয়ানা দেবে বেলা ২টা ৪০ মিনিটে৷ অরুণাচলে ৪টা ৫২ মিনিটে, বদরপুরে ৫টা ৩৮ মিনিটে এবং নিউ করিমগঞ্জে ৫টা ৫৮ মিনিটে দাঁড়াবে৷ আগরতলায় পৌঁছাবে রাত দশটায়৷
এতে এ বার সংযোজিত হচ্ছে একটি ভিস্টাডোম কোচও৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার তিনি আগরতলা-গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস নামে একটি নতুন ট্রেনেরও ফ্ল্যাগঅফ করবেন৷