Barak UpdatesHappeningsBreaking News
রামমন্দিরের শিলান্যাস: পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বললেন করিমগঞ্জের জেলাশাসক
৪ আগস্ট : অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে করিমগঞ্জ জেলার শান্তি সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রবীণ নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করে জেলাশাসক আনবামুথান এম পি জানিয়ে দেন, বুধবার জেলায় কোনও ধরনের সভা, মিছিল, সমাবেশ করতে পারবেন না। জেলা জুড়ে ম্যাজিস্ট্রেটরা পরিদর্শন করবেন৷ পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে বিএসএফ-এর জওয়ানদেরকেও লাগানো হবে বলে জেলাশাসক জানান। পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণা জানান, কোভিড প্রটোকল মেনে কোনও স্থানে এক্কেবারে ছোটখাটো কোনো অনুষ্ঠান করলেও সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও কেউ যাতে কোন অবাঞ্চিত পোস্ট না করেন সে বিষয়েও এসপি সতর্ক করে দেন। জেলার সোসিয়েল মিডিয়ার ওপর নিরন্তর নজরদারি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন। বিধায়ক আজিজ আহমেদ খান, নববার্তা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী অযোধ্যা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন, বুধবার প্রস্তাবিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবেশী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত না লাগে সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত।