Barak UpdatesHappeningsCultureBreaking News

রাত পোহালেই সাংস্কৃতিক শোভাযাত্রা, উদ্বোধন বরাক বঙ্গের কেন্দ্রীয় অধিবেশনের

শিলচর, ১০ মার্চ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় অধিবেশনকে কেন্দ্র করে সেজে উঠেছে শিলচর শহর৷ ছোট-বড় তোরণ আমজনতার নজর কাড়ছে৷ পোস্টার-ফেস্টুন-ব্যানারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা৷ বেশ কিছুদিন ধরেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ হোর্ডিং৷ এ বার অপেক্ষার অবসান হতে চলেছে৷ শুক্রবার সকাল আটটায় সাংস্কৃতিক শোভাযাত্রা শহর পরিক্রমা করবে৷ এর পরই শুরু হয়ে যাবে অধিবেশন নামের মহোৎসব৷ তাতে সামিল হতে উপত্যকার বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিক-শিল্পীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শহরমুখি৷ কেউ আসছেন প্রস্তুতিতে শেষ তুলির টান স্বচক্ষে প্রত্যক্ষ করতে, কেউ এসেছেন কোনদিন কোন অনুষ্ঠান কোথায় হচ্ছে, তা জেনে নিতে৷

Rananuj

বৃহস্পতিবারই শিলচরে পা রেখেছেন অধিবেশনের উদ্বোধক বিশিষ্ট কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়৷ এসেছেন কবি নকুল রায়৷ শুক্রবার সকালে বিজ্ঞানী বিমান নাথও শিলচর বিমানবন্দর থেকে সোজা বঙ্গভবনে আসবেন৷ বিশিষ্ট শিল্পী বিভবেন্দু ভট্টাচার্য গানের ডালি নিয়ে আগামী ১২ মার্চ শিলচরের উদ্দেশে বিমানে চড়বেন৷ আমন্ত্রিতদের তালিকায় রয়েছে অসংখ্য নাম৷ গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরুণকুমার সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় দেব প্রমুখ৷ শুক্রবার সকালেই নানা মঞ্চ উদ্বোধনের সঙ্গে শুরু হবে বইমেলা৷ হবে দেওয়াল পত্রিকারও আনুষ্ঠানিক উন্মোচন৷ বঙ্গভবনের এ তলায় ও তলায় একই সঙ্গে চলবে চিত্র প্রদর্শনী, সাহিত্যবাসর, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি৷ মূল প্রেক্ষাগৃহে শুক্রবার প্রতিনিধি সম্মেলন৷ এর পরই প্রতিদিন চলবে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড৷ রবিবার প্রকাশ্য সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ৷ চারতলার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে দুদিনের আলোচনা সভা৷

শুধু কী আর বঙ্গভবনে! ডাকবাংলো প্রাঙ্গণে বিশাল মঞ্চ গড়ে তৈরি করা হয়েছে লোকমঞ্চ৷ মাটির গন্ধ মেশানো লোকগানের আসরের সঙ্গে সেখানেই হবে শিশুমেলা, প্রশ্নোত্তর, যেমন খুশি সাজো প্রতিযোগিতা৷ রয়েছে রন্ধন প্রতিযোগিতাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker