Barak UpdatesHappeningsBreaking News
জমি দিলেই হাইলাকান্দিতে মেডিক্যাল কলেজ, ঘোষণা হিমন্তের
ওয়েটুবরাক, ২৩ আগস্টঃ বরাক উপত্যকায় আরও একটি মেডিক্যাল কলেজ করার কথা ভাবছে রাজ্য সরকার। সেটি হাইলাকান্দি জেলাতেই করতে চান মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার। কিন্তু তাতে বাদ সাধছে পর্যাপ্ত জমি। মেডিক্যাল কলেজ করার মতো ফাঁকা জমি সরকারের হাতে নেই। হাইলাকান্দি সফরে গিয়ে শুক্রবার এই কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মেডিক্যাল কলেজের জন্য জমি পেলে এখনই কাজ শুরু করা যেত।
জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ এবং সার্কিট হাউস পুনঃনির্মাণ হবে বলে ঘোষণা করেন হিমন্ত। তাঁর কথায়, বর্তমান জেলা গ্রন্থাগারটি পুরো ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। সেটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। সে জন্য ২০ কোটি টাকা মঞ্জুর করবেন তিনি। নতুন করে নির্মিত হবে সার্কিট হাউসটিও। আগামী দশদিনের মধ্যে শুরু হবে বলে তিনি জানান।
এইচপিসির জাগী রোডের জমিতে সেমি কন্ডাক্টর প্লান্ট হওয়ার পর পাঁচগ্রাম নিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন সেকথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, সেখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য কথাবার্তা চলছে৷