Barak UpdatesAnalyticsBreaking News
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার হাইলাকান্দিতে
ওয়ে টু বরাক, ২৫ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার অভিযোগগুলি নিষ্পত্তি করতে বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ফুল বেঞ্চ দক্ষিণ হাইলাকান্দি আসছে।চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক শ্যামল প্রসাদ শইকিয়ার নেতৃত্বে এ দিন দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের কার্যালয় মণিপুরের সদভাবনা মণ্ডপে আইডিতে এক শিবিরে হাইলাকান্দি জেলার শিশু অধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগগুলি নিষ্পত্তি করা হবে।
এই শিবিরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আরও চারজন সদস্য অংশ নেবেন। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এই শিবিরে শিশু কল্যাণ এবং অধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের পাশাপাশি এ সংক্রান্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকার অভিযোগগুলি নিষ্পত্তি করা হবে। যে বিভাগগুলির অভিযোগগুলি নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে, সেগুলির মধ্যে রয়েছে দিব্যাঙ্গ শিশুদের জন্য স্বাস্থ্য বিভাগ, শ্রম বিভাগ, শিশু সুরক্ষা বিভাগ, পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগ, ব্যাংক, আধার কার্ড প্রক্রিয়া সংক্রান্ত বিভাগ, শিক্ষা বিভাগ, খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ,পিএইচই সহ শিশু অধিকার সুনিশ্চিত করা সংক্রান্ত অন্যান্য বিভাগ।
এ দিকে, এ বিভাগগুলি সংক্রান্ত শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে শুরু হয়েছে। ২৬ তারিখ শিবিরের দিনও অভিযোগ জমা দেওয়া যাবে। উল্লেখ্য, শিবিরে তাৎক্ষণিকভাবে অভিযোগ নিষ্পত্তি করা হবে। শিবিরে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার ডিডিসি, জেলা পরিষদের সিইও সহ জেলার শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।