NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যে নির্মিত হবে ১০০০ অঙ্গনওয়াড়ি কেন্দ্র
১৭ জুলাই : রাজ্যে ১০০০টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হবে। চলতি বিধানসভার বাজেট অধিবেশনে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এই কেন্দ্রগুলোতে শিশুদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এর জন্য বাজেটে ১৩ কোটি ৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। একেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা। এছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকা ৪৮,৮০৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ১৩,৬৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ করা হবে। এর জন্য বাজেটে খরচ ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।