NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

রাজধানী এক্সপ্রেসে শিলচরকে জুড়তে রাজ্যপালের কাছে আর্জি মারোয়াড়ি সম্মেলনের

ওয়েটুবরাক, ২৩ মেঃ আসামের নতুন রাজ্যপাল গুলাবচান্দ কাটারিয়াকে আনুষ্ঠানিক ভাবে বিপুল সংবর্ধনা জানাল শিলচরের মারোয়াড়ি  সমাজ। মারোয়াড়ি সম্মেলন আয়োজিত অনুষ্ঠানে মারোয়াড়ি যুব মঞ্চ, জৈন সমিতি, তেরাপন্থ মহিলা সমিতি সহ  বিভিন্ন সংগঠন রাজ্যপালকে সংবর্ধিত করে। কেউ চাদর পরিয়ে দেন, কেউ দেন উপহার সামগ্রী। তাঁরা নিজের মানুষ কাটারিয়াকে জানান, শিলচর প্রকৃত অর্থেই শান্তির দ্বীপ। এর চতুর্দিকে একসময় জঙ্গিরা ত্রাসের সঞ্চার করলেও এখানে কখনও হিংসা ছড়ায়নি। তাই স্থানীয় সংস্কৃতি গ্রহণ করে তাঁরা নিরাপদে ব্যবসাবাণিজ্য করছেন। কিন্তু পরিকাঠামোগত আর একটু উন্নত হলে তাঁরা নিজেদের কাজকর্মের মধ্য দিয়ে আরও বেশি করে সমাজের কাজ করতে পারবেন। কী ধরনের পরিকাঠামো চাই, মারোয়াড়ি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বৈদ বলেন, শিলচরকে রাজধানী এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়া গেলে এই অ়ঞ্চলের মানুষের বিরাট উপকার হবে। কোনও রাজ্যের রাজধানী ছাড়া একে নেওয়া যায় না, এমন নিয়ম কঠোরভাবে মানতেই হলে রেল দফযরতর যাতে আগরতলার রাজধানী এক্সপ্রেসের সঙ্গে শিলচরের কয়েকটি কামরাকে যুক্ত করে। মূলচাঁদ বৈদ কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের জন্য রাজ্যপালের কাছে আরও আর্জি জানান, রাজস্থানের যে ট্রেন গুয়াহাটি পর্যন্ত আসে, একে যাতে শিলচর পর্যন্ত সম্প্রসারিত করা হয়। বিমানসেবা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন শিলচরের মারোয়াড়ি সমাজ।  রাজ্যপাল কাটারািয়াকে স্মাপকপত্র দিয়ে তাঁরা জানান, আগে শিলচর-গুয়াহাটি দৈনিক বিমান চলাচল ছিল, শিলচর-দিল্লিও চলছিল।  এখন সবই তুলে দেওয়া হয়েছে। তাঁদের অনুরোধ, এগুলি পুনরায় চালানোর জন্য কাটারিযা যাতে কেন্দ্রের কাছে  সুপারিশ করেন।

অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন, মতস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই, জেলাশাসক রোহনকুমার ঝা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker