Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

রসেন্দ্র শর্মা মজুমদারকে সম্মান অহরহ পত্রিকা গোষ্ঠীর

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: উধারবন্দ পানগ্রামের অহরহ মাসিক পত্রিকা পরিবারের পক্ষ থেকে পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার সম্মান জানানো হল কাছাড়ের বড়খলার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক তথা সমাজকর্মী রসেন্দ্র শর্মা মজুমদারকে। এদিন অহরহ পরিবারের পক্ষ থেকে সম্পাদক আব্দুল হাই লস্করের সঙ্গে সাংবাদিক শিবাশিস চক্রবর্তী, স্নেহাংশু তালুকদার, সমাজকর্মী জগন্নাথ রায়, স্বরূপ দত্ত, সোসাল মিডিয়া কর্মী মহিম উদ্দিন, আয়াজ লস্কর প্রমুখ বড়খলায় রসেন্দ্র বাবুর বাড়িতে গিয়ে তাঁর হাতে উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন। রসেন্দ্র শর্মা মজুমদারের সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতা হয় তাদের। প্রসঙ্গত , রসেন্দ্র বাবু উত্তরপূর্ব ভারতের প্রথম বাংলা দৈনিক প্রান্তজ্যোতির প্রতিষ্ঠাতা সাংবাদিকদের একজন। পত্রিকার জন্মদাতা বরাকের কিংবদন্তীস্বরূপ জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত(কালাদা)-র বিশ্বাসভাজন হিসেবে রসেন্দ্র একসময় প্রান্তজ্যোতির সংবাদ, বিজ্ঞাপন, সার্কুলেশন সহ প্রশাসনিক গুরুদায়িত্বও সামলেছেন। ১৯৫৭ সাল থেকে ১৯৬৮ পর্যন্ত পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন তিনি। নিজে সম্পাদনায় চালান “সংহতি” নামক একটি পত্রিকা , যা একটা সময় যথেষ্ট সমাদৃত হয়। উল্লেখ্য , বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে ছাত্রজীবন থেকে জড়িত রসেন্দ্র কাছাড় কলেজের ম্যাগাজিন”চরৈবেতি”ও সম্পাদনা করেছেন। বড়খলার বহু শিক্ষা ও প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। তবে একটা সময় যে ব্যক্তিটি সাইকেলে করে পত্রিকার গ্রাহক বাড়িয়েছেন, মানুষের মধ্যে পত্রিকা পড়ার মানসিকতা তৈরি করেছেন, এহেন ব্যক্তির ভাগ্যে আজ চুরাশি বছর বয়সেও কোনও ধরনের সরকারি পেনশন জোটেনি।

তিনি কথা প্রসঙ্গে বললেন যে তখনকার সময়ে সাংবাদিকতা করা কিংবা পত্রিকা শিল্প গড়ে তোলার পেছনে যে আদর্শবোধ সক্রিয় ছিল, সেটা ক্রমশঃ ম্রিয়মান।
আশাবাদী রসেন্দ্র বাবু কারোর প্রতি কোনও অনুযোগ না রেখে বর্তমান প্রজন্মের সাংবাদিকদের সততা অবলম্বন রাখার পরামর্শ দেন। উল্লেখ্য, তাঁর দুই পুত্র রঘুনন্দন ও রাজর্ষিও সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker