Barak UpdatesCultureBreaking News

রবিবার বঙ্গভবনে নতুন নাটক নিয়ে আসছে বিবর্তন

১৪ সেপ্টেম্বরঃ এই অঞ্চলের নাট্যচর্চায় জোয়ার আনতে পূর্বসূরীদের হাত ধরে সমান তালে এগিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। যে ক’টি নতুন নাট্য দল এই অভিজানে অগ্রণী ভূমিকা রেখে চলেছে, এর মধ্যে অন্যতম হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপ ও শিলচরের আজকের প্রজন্ম। তিন পুতুলের গল্প, তিন হাজার দশ, আজ বসন্ত, চাইছি তোমার বন্ধুতা, টুকরো টুকরো ছবি, গল্পকারের গল্প এসব মঞ্চসফল প্রযোজনা দিয়ে এরই মধ্যে দর্শকদের মনে তুমুল নাড়া দিয়েছে দল দুটি।

এবারও সেই ধারা বজায় রেখে তারা মঞ্চে নিয়ে আসছে দু’টি পৃথক স্বাদের প্রযোজনা ‘হ্যামলিনের পিকু’ এবং ‘ওপারে’। রবিবার, ১৫ সেপ্টেম্বর শিলচর বঙ্গভবনে সন্ধে সাড়ে ছ’টা থেকে ‘এ মাসের নাটক’ শীর্ষক অনুষ্ঠানে বিবর্তন মঞ্চস্থ করবে প্রযোজনা দুটি৷ আর, তরুণ প্রজন্মের দ্বারা তৈরি প্রোডাকশন দু’টি দেখতে সাধারণ দর্শকদের কিনা আবেদন জানাচ্ছেন পূর্বসূরিরাই।


অভিনেতা ও পরিচালক চিত্রভানু ভৌমিক, শেখর দেবরায়, সুব্রত রায়ের মত সুপরিচিত নাট্যজনেরা সোশ্যাল মিডিয়ার বার্তায় রবিবার প্রেক্ষাঘর ভরিয়ে তোলার আবেদন করেছেন, তেমনি আবেদন করেছেন নাট্যকার অরিজিৎ আদিত্য, ইন্দ্রনীল দে-রাও।

এদিকে বিবর্তনও তৈরি। ওপারে নাটকটি আসলে তাদের কর্মশালাভিত্তিক প্রযোজনা। যা প্রথম মঞ্চস্থ হয় ২০১৫ সালে। ফলে বহুদিন বাদেই নাটকটি করছে তারা। ডি ভোটার হিসেবে চিহ্নিত হারাণ দাসের করুণ এক কাহিনি উঠে এসেছে ওপারে নাটকে। যদিও গল্পটির মূল রচনা স্থানীয় গল্পকার মহাশ্বেতা দেব-এর। একে নাট্যরূপ দিয়েছেন সায়ন বিশ্বাস, পরিচালনাও তাঁরই।


অন্যদিকে পুরোপুরি নতুন নাটক হ্যামলিনের পিকু। ইন্দ্রনীল দে-র লেখা এই নাটক একটি ছোট্ট শিশু পিকুকে ঘিরে। হ্যামলিন শহরের এই শিশুটির মুখে হাসি ফোটে না প্রচুর কারণে। তার বাবা সেই হাসি ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করেন। শেষ অবধি পিকু কি হাসে? এই প্রশ্নের খোলাসা হবে নাটকেই।

দুটি প্রযোজনার দুটি প্রমো ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাপাদাপি করছে। এতে আগ্রহ তৈরি হয়েছে বেশ। সঙ্গে পূর্বসূরীদের আবেদনের ব্যাপারটা তো আছেই। সব মিলিয়ে নাট্য মহলের এখন অপেক্ষা রবিবার সন্ধের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker