Barak UpdatesAnalytics

রবিবার বঙ্গভবনে ডিএসএ আয়োজিত একাঙ্ক নাটক প্রতিযোগিতা

ওয়ে টু বরাক, ১৯ নভেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার অর্থাৎ আগামীকাল শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে এক দিনের প্রাইজমানি বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা হবে ডাঃ সুধীন্দ্র ভট্টাচার্য, শঙ্কর রায়, অজিত কুমার কুণ্ডু ও ঝুমুর রায়ের স্মৃতিতে। কাল সকাল ১১টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নাট্যসংস্থাগুলো হচ্ছে সারস্বত, রূপম, তরুণ সংঘ, বিজয়ী সংঘ, মধ্যশহর সাংস্কৃতিক সমিতি, টাউন ক্লাব, পূবালী, গণসুর ও অরুণাচল এসএস।

Rananuj

এই প্রতিযোগিতার বিচারক মণ্ডলীতে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপেন্দু দাস ও হাইলাকান্দি এস এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পরিতোষ দত্ত। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker