Barak UpdatesHappeningsBreaking News
যক্ষ্মা রোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিধায়ক কৌশিক
ওয়েটুবরাক, ৮ মার্চ: ১৩১ জন যক্ষ্মা (টিবি) রোগীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। মঙ্গলবার ফুলেরতল স্থিত উন্নয়ন খণ্ডের সদ্ভাবনা হলে অনুষ্ঠিত এক সভায় লক্ষীপুর এলাকার যক্ষ্মা রোগীদের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, বিস্কুট ইত্যাদি পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রী যক্ষ্মা রোগ মুক্ত ভারত কর্মসূচির অঙ্গ “নিক্সয় মিত্র” হিসেবে বিধায়ক নিজ উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করেন। জেলাশাসক রোহন কুমার ঝা, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক শাখা আধিকারিক তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার জোনালি দেবী, জেলার যক্ষ্মা রোগ আধিকারিক (ডিটিও) ডাঃ রত্না চক্রবর্তী, লক্ষীপুর প্রাথমিক স্বাস্থ্যখণ্ড আধিকারিক ডাঃ তফজ্জুল হোসেন চৌধুরী সহ বিভাগীয় অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্যাকেটগুলি বিতরণের আগে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট আধিকারিক ডাঃ রত্না চক্রবর্তী। পরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলাশাসক রোহন কুমার ঝা, বিধায়ক কৌশিক রাই প্রমুখ।