Barak Updates
মোদি কাল রামনগরে আসছেন, টার্গেট ৪ লক্ষ
১০ এপ্রিলঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বৃহস্পতিবার শিলচরে নির্বাচনী প্রচারে আসছেন। ফের রামনগরেই জমায়েতের আয়োজন করা হয়েছে। সভা শুরু হবে বেলা ২টায়। সেই সমাবেশে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দলের রাজ্য পর্যবেক্ষক মহেন্দ্র সিংহ ও শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যও বক্তব্য রাখবেন। রাজ্যের বন, পরিবেশ ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কী কী কথা দিয়েছিলন, গত ৫ বছরে কী কী করতে পেরেছেন, সেই সমাবেশে বলবেন তিনি। নাগরিকত্ব সংশোধনী বিল, বন্ধ হয়ে থাকা কাগজ কল, মহাসড়ক প্রভৃতি ইস্যুও মোদির বক্তৃতায় স্থান পাবে বলে অনুমান করছেন পরিমলবাবু।
শিলচরে মোদির সভায় মানুষ নিয়ে অবশ্য প্রশ্ন ওঠার নয়। পরিমলবাবুর দাবি, এ বারও নিজের রেকর্ডই ভাঙবেন তিনি। করিমগঞ্জ ও শিলচর আসনের মোট ৪ লক্ষ মানুষ মোদির বক্তৃতা শুনতে আসবেন বলে আশা করছেন তিনি। বললেন, আমরা সে রকমই ব্যবস্থা করেছি।
পরিমলবাবু আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে একহাত নেন। বলেন, ভাওতা দেওয়াটা তাঁদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কাগজ কল খোলা, সুস্মিতা দেবকে মন্ত্রী করা সবই ভাওতামাত্র। কারণ মোদি যে ফের সরকার গড়ছে, তা কি রাহুল গান্ধী বুঝতে পারছেন না। বেশ বুঝতে পারছেন!
English text here