Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যাল কলেজকে অকেজো করে রেখেছে শিলচরের চিকিৎসা ব্যবসায়ী সিন্ডিকেট!
৮ জানুয়ারি: শিলচর মেডিক্যাল কলেজে কার্ডিওলজি বিভাগে চিকিৎসক নিয়োগ ও ক্যাথ ল্যাব স্থাপনের দাবিতে শুক্রবার পুনরায় জেলাশাসককে স্মারকপত্র প্রদান করে মার্চ ফর সায়েন্স-এর শিলচর চাপ্টার, পিপলস সায়েন্স সোসাইটি, থাউজেন্ড সায়ন্তন গ্রুপ এবং বরাক ফোরাম। জেলাশাসক কার্যালয়ের অভিযোগ সেলে এ দিন জেলাশাসকের অনুপস্থিতিতে স্মারকপত্র তুলে দেওয়া হয় অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের হাতে।
মার্চ ফর সায়েন্স ও পিপলস সায়েন্স সোসাইটির পক্ষ থেকে কমল চক্রবর্তী ও হিল্লোল ভট্টাচার্য স্মারকপত্র প্রদান করে দাবিগুলো উত্থাপন করেন। হিল্লোল ভট্টাচার্য অভিযোগ করেন, আসাম সরকার ইচ্ছে করে বরাক উপত্যকার জনগণের চিকিৎসা পরিষেবা দেওয়ার একমাত্র উন্নত প্রতিষ্ঠানকে অকেজো করে রেখেছে। তিনি এও বলেন, এর সঙ্গে জড়িত রয়েছে শিলচর শহরের চিকিৎসা ব্যবসায়ী সিন্ডিকেট। বরাক ফোরামের পক্ষে স্মারকপত্র প্রদান করে একই অভিযোগ করেন কল্পার্ণব গুপ্ত ও দেবরাজ দাসগুপ্ত ।
থাউজেন্ড সায়ন্তন গ্রুপের সদস্য রোহিত চৌধুরী, বিনায়ক ভট্টাচার্য,আদিত্য চৌধুরীরা বলেন, বারবার প্রতিশ্রুতি দিলেও মেডিক্যাল কলেজে কার্ডিওলজি বিভাগে চিকিৎসক নিয়োগ নানা অজুহাতে আটকে রাখা হচ্ছে। গত একবছরের বেশি সময় ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু মাঝে মধ্যে আশার আলো দেখিয়ে আবার তা স্তব্ধ করে দেওয়া হয়েছে। এরফলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।