Barak UpdatesHappenings

মুখ্যমন্ত্রী কাল আসছেন, ৫ থানার সঙ্গে নরসিংপুরে বায়ো-ডাইভার্সিটি পার্কের উদ্বোধন

৯ জানুয়ারি: আগামীকাল, ১০ জানুয়ারি নরসিংপুরে কাছাড় জেলা বায়ো-ডাইভার্সিটি পার্কের উদ্বোধন হবে৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর উদ্বোধন করবেন৷ বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, রাজ্যে মোট ২৪টি সাহিত্য মনীষী উপবন বা এই ধরনের পার্ক তৈরি করা হচ্ছে৷ ১৮টি এরই মধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে৷ কাছাড়েরটি রবিবার উদ্বোধন করা হবে৷ তাতে ১০০০ প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এর মধ্যে ফল, ফুল, ওষুধি মিলিয়ে ছয় শতাধিক গাছ লাগানো হয়েছে৷ কোনটি কোন প্রজাতির, কার বৈজ্ঞানিক নাম কী, বোর্ড লাগিয়ে সবই জানানো হচ্ছে৷ থাকছে দর্শনার্থীদের বসার ব্যবস্থাও৷ পরিমলবাবু বলেন, ৭ হেক্টর জমিতে ওই পার্ক তৈরি হয়েছে৷ খরচ হয়েছে ২১ লক্ষ টাকা৷ ওই অর্থ পাওয়া গিয়েছে কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড থেকে৷

রাজ্যের সবকটি বায়ো-ডাইভার্সিটি পার্কের নাম সাহিত্যমনীষী উপবন রাখা হলেও বিভিন্ন জেলা মনীষীদের নাম আলাদা ভাবে যুক্ত করছে৷ পরিমলবাবুর ইচ্ছে, তাঁর নিজের জেলা, নিজের বিধানসভা আসনে তৈরি পার্কটি ভারতরত্ন অটলবিহারীর নামে রাখার৷ তিনি দলের কাছে প্রস্তাব রেখেছেন৷ অনুমোদন পেলে কাল মুখ্যমন্ত্রী সেই নাম ঘোষণা করবেন, জানান মন্ত্রী৷

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রবিবার বেলা দেড়টায় বিশেষ বিমানে শিলচরে পৌঁছাবেন৷ সোজা যাবেন উধারবন্দে৷ সেখানে থানার নতুন দালানবাড়ির উদ্বোধন করবেন৷ একই সঙ্গে তিনি জয়পুর থানার দালানবাড়ির উদ্বোধন করবেন৷ তা হবে উধারবন্দ থেকে ভার্চুয়ালি৷ সেখান থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন ধলাই থানায়৷ এক জায়গায় তিন থানার উদ্বোধন করবেন৷ ধলাই থানার সঙ্গে ভার্চুয়ালি হবে বদরপুর ও হাইলাকান্দি থানার দালানবাড়ির উদ্বোধন৷ শিলচরে রাত কাটিয়ে সোমবার মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্বাচনী সভায় অংশ নেবেন বলে বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রায় জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker