NE UpdatesBarak UpdatesHappenings
মিজোরাম সরকারের সঙ্গে কি একপক্ষীয় চুক্তি হয়েছে, প্রশ্ন সঞ্জীবের
ওয়েটুবরাক, ২০ মার্চ : মিজোরাম সীমান্তে অসমের জমি বেদখল ক্রমাগত বাড়ছে৷ কখনও তারা কাছাড়ের লায়লাপুর দিয়ে, কখনও হাইলাকান্দির প্রত্যন্ত সীমা দিয়ে অসমের জমিতে মিজোদের ঢুকে পড়া অব্যাহত রয়েছে৷ এই অবৈধ জমিদখল কোনও কিছুতেই ঠেকানো যায় না৷ দুই রাজ্যের মধ্যে শান্তিচুক্তি হলেও একে মিজোরা গুরুত্ব দিচ্ছে না৷ এ নিয়ে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে ক্ষোভের বহর বাড়ছে৷
লায়লাপুরে আসাম-মিজোরাম সীমান্তে মিজো পুলিশের হাতে ছয় আসাম পুলিশ নিহত হওয়ার পরে ৫ আগস্ট আইজলে দুই রাজ্যের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সেই বৈঠকে অসমের দুই মন্ত্রী অতুল বরা এবং অশোক সিংহল উপস্থিত ছিলেন। তারপর অসম সরকার এবং কেন্দ্র ব্যাপক প্রচার করে যে, উভয় রাজ্যের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সচিব ও মুখপাত্র সঞ্জীব রায় জানতে চান, শুধুমাত্র আসাম পক্ষ চুক্তিটি বাস্তবায়ন করবে, এমনই কি শর্ত রয়েছে চুক্তিপত্রে? প্রথম দিন থেকে মিজোরাম সমস্ত চুক্তি লঙ্ঘন করছে ।
তাঁর অভিযোগ, বর্তমানে মিজোরাম সরকার আসামের লায়লাপুরের জমিতে প্রায় ৪০টি বাড়ি নির্মাণ করেছে৷ কিন্তু আসাম সরকার কোনও অজানা কারণে মিজোরাম সরকারের সামনে সম্পূর্ণ মাথা নত করেছে৷ অসমের মুখ্যমন্ত্রী মিজোরাম ইস্যুতে এত দুর্বল কেন, জানতে চান সঞ্জীব রায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন বোবা ও বধির আচরণ করছে?