NE UpdatesAnalytics
মিজোরামে তৈরি হচ্ছে নতুন হকি স্টেডিয়াম, জানালেন মুখ্যমন্ত্রী
২৭ আগস্ট : মিজোরামের আইজলে একটি নতুন হকি স্টেডিয়াম নির্মাণ করা হবে। টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী রাজ্যের খেলোয়াড় লালরেম সিয়ামিকে স্বাগত জানানোর পর এ কথা জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে খেলাধুলোর মান ঊন্নয়নে মিজোরাম সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। বর্তমানে মিজোরামে রাজধানী শহর আইজল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সারচিপ জেলার থেনজলে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীনে একটি হকি অ্যাকাডেমি রয়েছে।
মিজোরামের ক্রীড়া মন্ত্রী রবার্ট রমাউইয়া রইতে জানান, আইজলে পাশে মুয়ালুংথু-তে সাড়ে ৫ কোটি টাকায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে, যা হকি অ্যাকাডেমি হিসেবে ব্যবহার করা হবে। এর পাশাপাশি দক্ষিণ মিজোরামের লুংলে শহরে ১০০ কোটি টাকা ব্যয়ে হকি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ১৭ আগস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ভারতীয় হকি খেলোয়াড়দের প্রশংসা করেন এবং মিজোরাম থেকে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম হকি খেলোয়াড় লালরেম সিয়ামিকে যুবা খেলোয়াড়দের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। তিনি বলেন, লালরেম সিয়ামির অলিম্পিকে অংশগ্রহণ রাজ্যের হকি খেলাকে পুনরুজ্জীবিত করে তুলবে।
তিনি আরও বলেন, এক সময় রাজ্যে হকির প্রতি ঝোঁক ছিল। কিন্তু তা পরবর্তীতে কমে যায়। এখন রাজ্যে পুনরায় হকি খেলার প্রতি আকর্ষণ বাড়বে। নবীন প্রজন্ম হকি খেলার দিকে আকৃষ্ট হবে। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের সদস্য ছিলেন মিজোরামের লালরেম সিয়ামি। মিজোরাম সরকারের পক্ষ থেকে এজন্য তাঁকে রাজ্যস্তরের সম্মান জানানো হয়েছে।