Barak UpdatesHappeningsBreaking News
মালিনিবিলে সেলাই স্কুল করল রোটারি পিঙ্ক
ওয়েটুবরাক, ২৪ মার্চঃ মালিনিবিলের হিরণপ্রভা দেব শিশুমন্দিরে সেলাই স্কুল খুলল রোটারি ক্লাব অব শিলচর পিঙ্ক। বৃহস্পতিবার ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরুর কথা ঘোষণা করেন রোটারি ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর অরিজিতকুমার এন্দো। তিনি জানান, রোটারি পিঙ্কের কাজকর্মের স্বীকৃতিস্বরূপ ক্লাবের ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন এই সেলাই স্কুলের জন্য অর্থমঞ্জুর করেছে। সেই অর্থেই চারটি সেলাই মেশিন কিনে শুরু করা হয়েছে রোটারি পিঙ্ক হিরণপ্রভা দেব স্যুইং স্কুল।
এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর তৈমুর রাজা চৌধুরী, শিলচর রোটারি ক্লাবের সভাপতি গৌতম পাল সেলাই স্কুলের জন্য মালিনিবিলকে বেছে নেওয়ায় মহিলা রোটারিয়ানদের প্রশংসা করেন। তাঁরা বলেন, এই অঞ্চলে মহিলাদের স্বাবলম্বী করে তোলার এই প্রকল্প খুব কাজে আসবে। আর্থিক, পারিবারিক ও সামাজিক সব ক্ষেত্রেই ভূমিকা নিতে পারে এই সেলাই স্কুল। এখানে তৈরি সামগ্রী বাজারজাত করার ব্যাপারেও উদ্যোগী হতে রোটারিয়ানদের আহ্বান জানান তৈমুর রাজা। হিরনপ্রভা দেব শিশুমন্দির ম্যানেজিং কমিটির পক্ষে ড. সুমিতা ঘোষ বলেন, এলাকাটি শহরের মধ্যে হলেও অনেকটাই পিছিয়ে। এমন এলাকার মহিলাদের কথা ভাবার জন্য তিনি রোটারি পিঙ্ককে ধন্যবাদ জানান। রোটারি পিঙ্কের সম্পাদক চন্দনা পুরকায়স্থ জানান, এই অঞ্চলে তাদের আরও কিছু করার ইচ্ছে রয়েছে। সভায় পৌরোহিত্য করেন রোটারি পিঙ্কের সভাপতি জয়শ্রী কর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের আরও দুই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর শংকর দেব ও নির্মলেন্দু কর পুরকায়স্থ, শিক্ষিকা-সংস্কৃতি কর্মী নন্দিনী ভট্টাচার্য, রোটারি পিঙ্কের আগামী বছরের সভাপতি শমিতা দত্ত, প্রাক্তন সভাপতি ডা. বিজয়লক্ষী দাস প্রমুখ৷