Barak UpdatesBreaking News
শীতের রাতে অসহায়দের পাশে খোঁজ‘Khoj’ stand beside destitutes in winter night
১ ফেব্রুয়ারি : শিলচরের রাস্তায় চলতে গিয়ে প্রায় সময়ই চোখে পড়বে একমুখ দাড়ি নিয়ে গায়ে ময়লা কাপড় জড়িয়ে কেউ হেঁটে চলেছে। কেউ আবার মুখে বিড়বিড় করে কী সব বলে যাচ্ছে। ব্যস্ত শহরের মানুষের তাদের দিকে ফিরে তাকানোরও সময় নেই। কেউ আবার মানসিক ভারসাম্যহীন না হলেও অসহায় অবস্থায় রাত কাটাতে হয় কোনও দোকানের বারান্দা বা রেল স্টেশনের প্ল্যাটফর্মে।
শিলচরের বেসরকারি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ এইসব সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। গত বুধবার রাতে সংস্থার কয়েকজন সদস্য মিলে রাতের শহরে এক অভিযান চালান। ইটখলা, মালুগ্রাম, তারাপুর রেল স্টেশন, সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি স্থান ঘুরে এই মানসিক ভারসাম্যহীন বা গরিব অসহায় মানুষকে শীতের হাত থেকে রক্ষা পেতে কম্বল বিতরণ করেছেন।
খোঁজের এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন সাধারণ সম্পাদক সজল লস্কর। এ দিন মোট ৫১ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে জানানো হয়, জনহিতকর কাজের অঙ্গ হিসেবে এই মরশুমে তারা ৫০০ কম্বল বিতরণ করেছেন।