NE UpdatesHappeningsBreaking News
মাইক্রো ফিনান্সের ঋণ নেওয়া ২.২ লক্ষ মহিলাকে মুক্তি দিল সরকার
গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর : নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসম সরকার পর্যায়ক্রমে মহিলাদের মাইক্রো ফিনান্সের ঋণ মকুব করে আসছে। শনিবার দিশপুর জনতা ভবনে তৃতীয় পর্যায়ে মাইক্রোফিনান্সের সহায়তা প্রদান করা হয়। তৃতীয় পর্যায়ে প্রায় ২.২ লক্ষ সুবিধাপ্রাপককে সহায়তা প্রদান করছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় পর্যায়ে প্রায় ২৯১ কোটি টাকা মাইক্রোফিনান্স এর ঋণের বোঝা থেকে ঋণগ্রহীতাদের মুক্তি দেওয়া হচ্ছে।
এদিন অনুষ্ঠানে হিতাধিকারীদের নো ডিউ সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য তৃতীয় পর্যায়ে প্রায় ৩০০ কোটি টাকার সুদ রেহাই দেয় মাইক্রোফিনান্স প্রতিষ্ঠানগুলো। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ দিন ঋণগ্রহীতাদের সুদ থেকে মুক্তি দেওয়ার জন্য মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেছেন, কা আন্দোলন ও কোভিড পরিস্থিতির জন্য ঋণগ্রহীতাদের গ্রহণ করা অর্থ ফিরিয়ে দিতে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, তারা ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন তাদের সবাইকে এ থেকে মুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ২ লক্ষ ২২ হাজার ৯৪৯ জন মহিলা উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, ঋণ নিলে তা ঘুরিয়ে দিতে হয়। কিন্তু ঋণ গ্রহণ করা এই মহিলারা পরিস্থিতির জন্য ঋণ পরিশোধ করতে পারেননি। তিনি বলেন, অসমের মহিলাদের ঋণ নিয়ে তা পরিশোধ করার সুনাম রয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের চতুর্থ পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেওয়া সবাইকে সহায়তা করা হবে। এই পুরো প্রকল্পের মাধ্যমে মাইক্রোফিনান্সের ঋণ নেওয়া ২৪ লক্ষ মহিলা উপকৃত হবেন। সঙ্গে অবশ্য তিনি বলেছেন, তৃতীয় পর্যায়ের সবার ঋণ মুকুব করা হয়েছে, যদিও চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে বেশ কিছু দিক পরীক্ষা করা হবে।