Barak UpdatesHappeningsBreaking News
মহিলা সবলীকরণ : জগন্নাথ সিং কলেজে মেহেন্দি প্রতিযোগিতা
ওয়েটুবরাক, ৯ ফেব্রুয়ারি : উধারবন্দ জগন্নাথ সিং কলেজের মহিলা কোষ এবং এনএনএস শাখার যৌথ উদ্যাগে মহিলা সবলীকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার তাৎক্ষণিক মেহেন্দি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় কলেজের স্নাতক প্রথম, তৃতীয় ও পঞ্চম পাঠ্যক্রমের ৪০ জনের বেশি ছাত্রী অংশ নেয়৷ এ নিয়ে সকাল থেকেই তাদের মধ্যে উৎসাহের পরিবেশ।
এই মেহেন্দি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে রয়েছে আয়েশা খানম লস্কর, ইয়াসমিন বেগম লস্কর, নূরি বেগম লস্কর, সাবিনা বেগম লস্কর, রুহিনাজ লস্কর, শিল্পী বেগম বড়ভুইয়া, মদিনা বেগম বড়ভুইয়া, মৌসুমী আফরিন বড়ভুইয়া, মন্দিরা বর্মন, সংগীতা শুক্লবৈদ্য ও মীনাক্ষী চৌধুরী। বিচারকের দায়িত্বে ছিলেন ড. বাসবী পাল (সেন), ড. শ্যাম মামুদ বড়ভুইয়া, ড. স্বপন দাস, ড. নন্দিতা দাস ও গীতশ্রী দাস। এই অনুষ্ঠান সফল করে তোলার জন্য কলেজের অধ্যক্ষ ড. এস. সমরেন্দ্র সিংহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।