NE UpdatesHappeningsBreaking News

মহাজোটে লাভ হল ইউডিএফ, সিপিএমের

ওয়েটুবরাক, ৪ মে: মহাজোট নিয়ে বিতর্ক একেবারে শুরু থেকে৷ ফলাফলে সেই বিতর্কের কিছুটা অবসান হতে চলেছে৷ মহাজোটের সবাই লাভবান হয়েছে৷ কারও কম, কারও একটু বেশি৷

Rananuj

এআইইউডিএফ গত নির্বাচনে ১৩টি আসন জিতেছিল৷ এ বার এরা ১৬ জনকে জিতিয়ে আনতে সক্ষম হয়েছে৷ এর চেয়ে বড় কথা, তাদের হারতে হয়েছে খুব কম আসনে৷ ২০টিতে লড়ে ১৬টি জেতায় দলীয় কর্মীদের মনোবল অনেকটা বেড়ে গেল৷

অন্যদিকে সিপিএম পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন শূন্য হয়ে গেল, ঠিক সেসময় আসামে দীর্ঘদিন পরে একজন নিজেদের বিধায়ক করতে সক্ষম হয়েছে৷ এটা মহাজোট গঠনের ফলেই সম্ভব হয়েছে৷

আবার বৃহত্তম শরিক কংগ্রেসও দুইটি আসন বাড়াতে সক্ষম হয়েছে ৷ ফলে সরকার গঠনের হিসাব থেকে মহাজোট বহু দূরে থাকলেও সামান্য আসনবৃদ্ধি তাঁদের নেতাদের অনেকের অস্বস্তি কমিয়েছে৷

মহাজোটে গত বারের চেয়ে আসন কমল একমাত্র বিপিএফের৷ সে জন্য অবশ্য জোটগঠনকে দায়ী করা যায় না৷ কিছুদিন আগে বিটিসি নির্বাচনেই তাদের অবস্থাটা স্পষ্ট হয়ে গিয়েছিল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker