India & World UpdatesHappeningsBreaking News

মহম্মদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করায় বিজেপি মুখপাত্র সাসপেন্ড

ওয়েটুবরাক, ৬ জুন : বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নুপুর শর্মাকে সাসপেন্ড করল বিজেপি৷ দলের প্রাথমিক সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে৷ একই বিধান দেওয়া হয়েছে তাঁর সহকারী নবীন জিন্দালকেও৷

Rananuj

নুপুর হজরত মহম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন৷ এ নিয়ে কাতারে প্রতিক্রিয়া ব্যাপকতর হওয়ায় দল ব্যবস্থা নিয়েছে৷ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য সচিব ওম পাঠক নুপুরদের জানিয়ে দিয়েছেন, ধর্মীয় গুরু বা মহাপুরুষদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য বরদাস্ত করা হবে না৷ সব ধর্মের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য৷ বিজেপির নীতি-আদর্শে এ নতুন কোনও কথা নয়৷

দলের শৃঙ্খলা রক্ষা কমিটি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা ওই দলীয় সংবিধানের রুল ১০(এ)-র পরিপন্থী৷ তাই নুপুর শর্মা ও নবীন জিন্দালের কার্যকলাপ নিয়ে দলীয় স্তরে তদন্ত হবে৷ এর আগে পর্যন্ত তাঁদের পদ ও প্রাথমিক সদস্য থেকে সাসপেন্ড করা হল৷

টেলিভিশনের এক অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করার দরুন কাতার সরকার ভারতের রাষ্ট্রদূত দীপক কুমারকে তলব করে৷ তিনি অবশ্য জানিয়েছেন, কোনও ব্যক্তির মন্তব্য সরকারের অবস্থান বোঝায় না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker