NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে হচ্ছে সাইবার ফাঁড়ি
ওয়েটুবরাক, 22 জুনঃ শিলচরে একটি সাইবার ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগ। গোটা দক্ষিণ অসম থাকবে এর আওতায়।
পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, আসামে সাইবার অপরাধের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। প্রতিনিয়ত বদলাচ্ছে এর ধরণধারন। ওই সব সাইবার অপরাধ দমনের জন্য রাজ্যে দুটি সাইবার থানা ও দুটি সাইবার ফাঁড়ি স্থাপন করা হচ্ছে। সবকটিই নিয়ন্ত্রণ হবে অপরাধ অনুসন্ধান বিভাগ বা সিআইডির ইউনিট হিসেবে। থানা দুটি হবে গুয়াহাটিতে। সিআইডির সদর দফতরে এবং পুলিশ কমিশনারেটে। ফাঁড়িগুলির জন্য শিলচর ও ডিব্রুগড়কে বাছাই করা হয়েছে। ফাঁড়ি হলেও তাদের ইনচার্জ হবেন ওসি এবং সাইবার থানাদুটিতে থাকবেন ডিএসপি পদমর্যাদার অফিসার।
শিলচর ও বঙ্গাইগাঁওয়ে দুটি রিজিয়নাল ফরেনসিক ল্যাবরেটরি নির্মাণের কাজও অনেকটাই এগিয়েছে বলে একই সূত্রে জানা গিয়েছে। তাঁর কথায়, এখন প্রয়োজনীয় সরঞ্জাম আসছে। শিলচর ল্যাবরেটরিতে দুটি শাখা থাকবে। ক্যামিকেল এবং বায়োলজিক্যাল। বঙ্গাইগাঁওয়ে ক্যামিকেল এবং ফিজিক্যাল।