NE UpdatesHappeningsBreaking News

মণিপুরে স্ত্রী-পুত্র সহ আসাম রাইফেলসের সিও খুন, চার জওয়ানেরও মৃত্যু

ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: মণিপুরের চূড়াচাঁদপুরে কর্মরত ৪৬ নম্বর অসম রাইফেলসের কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী। শনিবার স্ত্রী অনুজা আর ৮ বছরের ছেলে আবীরকে নিয়ে থিংঘাত পোস্ট ঘুরে ফিরছিলেন। তখন সকাল ১১টা। থিংঘাতের রাস্তায় সামনের পাইলট কারের তলায় আইইডি বিস্ফোরণ ঘটে৷
দু’পাশের ঝোপঝাড় থেকে ছুটে আসে লিথড শেল। সঙ্গী স্বয়ংক্রিয় রাইফেলের ঝাঁকে ঝাঁকে গুলি। বিপ্লব, অনুজার দেহ ঝাংঝরা হয়ে যায়। ছোট্ট আবীরের হৃদস্পন্দনও থেমে যায় হাসপাতালে নেওয়ার আগেই।
উত্তর-পূর্বে নিরাপত্তাবাহিনীর উপরে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ আঘাত হানল জঙ্গিরা। শনিবার থিংঘাত গ্রামের রাস্তায় ওঁৎ পেতে ছিল জঙ্গিরা। কম্যান্ডিং অফিসারের কনভয় যে ওই পথেই যাতায়াত করবে তার নিশ্চিত খবর তাদের কাছে ছিল। সেনার ৪ কোরের তরফে জানানো হয়, উত্তর-পূর্বে সেনা কনভয়ে হামলার ঘটনা প্রায়ই ঘটলেও জঙ্গিরা সাধারণত সেনাকর্তাদের স্ত্রী-পুত্রকে হত্যা করে না। সেই দিক থেকে আজকের ঘটনা ব্যতিক্রমী। মনে করা হচ্ছে, কর্নেলের সঙ্গে যে তার পরিবারও আজ থাকবে- তা জানত না জঙ্গিরাও। ওই তিন জন বাদে তাঁদের গাড়ি চালক, দেহরক্ষী-সহ আরও চার জওয়ান প্রাণ হারিয়েছেন। জখম জওয়ানদের হেলিকপ্টারে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্য মৃত জওয়ানরা হলেন রাইফেলম্যান সুমন স্বর্গীয়ারি, খাতনেই কন্যাক, আর পি মীনা ও শ্যামল দাস। সেনার মতে, আক্রমণের পিছনে পিএলএ জঙ্গিদের হাত রয়েছে।
পুলিশ জানিয়েছে, “প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে তারপর লিথড ও রাইফেল নিয়ে আক্রমণ চালিয়েছিল জঙ্গিরা। ঘটনাস্থল মায়ানমার সীমান্তের কাছে। তারা আক্রমণ চালিয়ে ওপারে পালিয়েছে। যৌথ বাহিনীর তল্লাশি চলছে।”
২০১৫ সালে মণিপুরের চান্ডেলে সেনা কনভয়ে হামলা করে ১৮ জন জওয়ানকে মেরেছিল জঙ্গিরা। তার পরেও ছোটখাটো আক্রমণের ঘটনা ঘটেছে। গত বছর জুলাইতে চান্ডেলে ১৫ আসাম রাইফেলসের কনভয়ে হানা দিয়ে তিন জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। জখম হন ৫ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সকলেই ঘটনার তীব্র নিন্দা করেন। রাহুল গান্ধী লিখেছেন, মণিপুরের ঘটনা ফের প্রমাণ করল মোদী সরকার দেশ ও দেশবাসীর সুরক্ষা দিতে ব্যর্থ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ঘটনার নিন্দা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker