India & World UpdatesHappeningsBreaking News
মঞ্চে ভাষণ দেওয়ার সময় রুশদিকে আক্রমণ
ওয়েটুবরাক, ১৩ আগস্ট : সলমন রুশদি মঞ্চে ভাষণ দিচ্ছিলেন৷ তখনই আততায়ীর হামলা৷ হেলিকপ্টার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল বুকারজয়ী লেখককে। নিউইয়র্কের গভর্নর কেথি হোচুল জানিয়েছেন, নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৭৫ বছরের লেখককে। চিকিৎসা চলছে।
শুক্রবার শতকা ইনস্টিটিউশনে যখন ভাষণ শুরু করেছিলেন বুকারজয়ী লেখক, তখনই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঝড়ের মতো ছুটে যায়। ছুরি বসিয়ে দেয় ৭৫ বছরের লেখকের শরীরে। ১০ থেকে ১৫ বার টানা ছুরি দিয়ে আক্রমণ করা হয় তাঁকে৷ ঘুষিও মারে সে। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।
এর আগেও ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদি হত্যার হুমকি পেয়েছিলেন। তাঁর লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর কারণে। ১৯৮৮ থেকে এই বই ইরানে নিষিদ্ধ। অভিযোগ ছিল, ইসলামকে অপমান করা হয়েছে সেই বইতে। ‘ধর্মদ্রোহ’-এর অভিযোগে তাঁর নামে সে দেশে মৃত্যু পরোয়ানাও জারি হয়েছিল। তাঁর মাথার বিনিময়ে ৩০ লক্ষ ডলার ঘোষণা করা হয়েছিল৷