Barak UpdatesHappeningsBreaking News
নারীদিবসে কোভিড-সংগ্রামী নার্সদের সংবর্ধনা রাধামাধব কলেজেRMC felicitates Corona warriors on Women’s Day
ওয়েটুবরাক, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাধামাধব কলেজের ওমেনস সেলের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ড.দেবদত্তা চন্দ। এই অনুষ্ঠানের মূল কথা ছিলো, “চুজ টু চ্যালেঞ্জ”। সিভিল হাসপাতালের যে সব নার্স করোনার সময় নিজেদের কথা না ভেবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে গেছেন তাদের সম্মান জানানো হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অরুন্ধতী দত্ত চৌধুরী। স্বাগত ভাষণ দেন ওমেনস সেলের আহ্বায়ক ড. নবনীতা দেবনাথ। মঞ্চে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.দেবাশিস রায়, পরিচালন সমিতির সভাপতি ড. লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, ড.দেবদত্তা চন্দ, অভ্যন্তরীণ মান নিরুপণ কোষের আহ্বায়ক ড. সোনালী চৌধুরী বিশ্বাস।
মুখ্য ভাষণে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে তাঁর সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরেন ড.চন্দ। নারীদের ঘর এবং বাইরে দুই ক্ষেত্রেই সমান ভাবে যে কাজ করে যেতে হয় এই কথাও তার বক্তব্যে উঠে আসে। অধ্যক্ষ ড. রায় বলেন, যেহেতু এবছর কলেজের স্বর্ণজয়ন্তী, তাই এবছরের প্রত্যেকটি অনুষ্ঠানই স্বর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। ড.সোনালী চৌধুরী বিশ্বাসও বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্য রাখেন ড.লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগণ ও অশিক্ষক কর্মী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি আলাদা মর্যাদা পায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ড.রুমা নাথ চৌধুরী।জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।