NE UpdatesAnalyticsBreaking News
৯ আগস্ট কংগ্রেসে যোগদান করবেন অশোক শর্মা সহ কয়েকজন নেতা
গুয়াহাটি, ৩ আগস্ট : আগামী ৯ আগস্ট অর্থাৎ শুক্রবার কংগ্রেসে যোগ দেবেন প্রাক্তন বিধায়ক অশোক শর্মা। ২ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি ত্যাগ করেন। নলবাড়ির প্রাক্তন বিধায়কের এই যোগদান কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই সাজো সাজো রব গুয়াহাটির রাজীব ভবনে। শুধু অশোক শর্মাই নন, তাঁর সঙ্গে বিভিন্ন দলের কয়েকজন নেতা ও সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কংগ্রেসে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, এই তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত শীর্ষ পুলিশ আধিকারিক ব্রজেনজিৎ সিনহা। তাঁর সঙ্গে বহুদিন থেকেই কংগ্রেসের যোগাযোগ রয়েছে। জানা গেছে, কংগ্রেসের হয়ে ব্রজেনজিৎ সিনহা বঙাইগাও বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে অংশ নিতে পারেন। এক সময়ে তিনি ছাত্র রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন, কংগ্রেসের সঙ্গে বিজেপি-অগপ সব দলের নেতাদেরই যোগাযোগ রয়েছে। কংগ্রেসের ভাল দিন আসছে এবং বিজেপির খারাপ দিন শুরু হয়েছে। যার জন্য রাজীব ভবনে যোগদান কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরও বলেন, ২০২৬ সালে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদনের তালিকা অনেক দীর্ঘ হবে। কারণ এখন কংগ্রেসের পক্ষে বাতাস বইছে।