Barak UpdatesHappeningsBreaking News
ভোটার তালিকা : করিমগঞ্জ, হাইলাকান্দিতেও সুপারচেকিং
ওয়েটুবরাক, ১৭ ডিসেম্বর: চলতি ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার কাজ প্রত্যক্ষ করতে বরাক উপত্যকার তিন জেলার নির্বাচন কমিশনের অবজারভার তথা বরাক ভ্যালি ডিভিশনাল কমিশনার নীরা গগৈ সোনোয়াল শুক্রবার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার ভোটার তালিকার দাবি ও আপত্তির সুপারচেকিং এবং ভেরিফিকেশন করেন। প্রকাশিত ভোটার তালিকার জন্য জমা পড়া দাবি-আপত্তি সংশোধনী আগামী ২০ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে।
চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৫ জানুয়ারি প্রকাশ করা হবে। ইতিমধ্যে প্রকাশিত খসড়ায় নাম তোলা, সংশোধন, কর্তন করার জন্য সচেতনতা বাড়াতে অবজারভার সোনোয়াল গত মাসের ২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত উপত্যকার তিন জেলায় অবস্থান করে তিন জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেন। এতে ভোটার তালিকায় নাম তুলতে তিন জেলা প্রশাসনের সচেতনতামূলক পদক্ষেপ পথনাটিকা, আলপনা অংকন, আর্ট কম্পিটিশন, সভা-সমিতি আয়োজন ইত্যাদি প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ২০২২ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে।