India & World UpdatesHappeningsSportsBreaking News
ভারতের দাবি খারিজ, ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : টেস্ট বিশ্বকাপের ফাইনালের দিন ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সঙ্গে জানিয়েছে, ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। গত দু’বার টেস্ট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ওভালে। মাঠ বদল করলেও অবশ্য দেশ বদল করেনি আইসিসি। সেই ইংল্যান্ডেই হবে খেলা৷
রোহিত শর্মা, গৌতম গম্ভীরেরা প্রশ্ন তুলেছিলেন, কেন প্রতি বার ইংল্যান্ডের মাঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে? অন্য দেশে এই ম্যাচ করার দাবি জানিয়েছিলেন তাঁরা। সেই দাবি মানল না আইসিসি।
আইসিসি জানিয়েছে, ১১ জুন থেকে খেলা শুরু হবে। পাঁচ দিনের খেলা শুরু ১৫ জুন। ১৬ জুন রিজ়ার্ভ দিন রাখা হয়েছে।
দু’বছর ধরে টেস্ট খেলিয়ে দেশগুলি একে অপরের সঙ্গে সিরিজ় খেলে। তার পরে পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি। প্রথম বার ২০২১ সালে ফাইনাল খেলেছিল ভারত ও নিউ জ়িল্যান্ড। জিতেছিল নিউ জ়িল্যান্ড। ২০২৩ সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সে বার জিতেছিল অস্ট্রেলিয়া। এ বারও এখনও পর্যন্ত তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। টানা তৃতীয় বার ফাইনাল খেলার সুযোগ রয়েছে রোহিতদের সামনে।