India & World UpdatesAnalyticsBreaking News
ভারতরত্ন পাচ্ছেন বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আডবাণী
নতুনদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বর্ষীয়ান বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন সম্মানে ভূষিত হবেন। সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের মোদি জমানায় ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন রাম মন্দির আন্দোলনের অন্যতম এই কারিগর। রাম রথ যাত্রা করে বিজেপির উত্থানের কাণ্ডারিও ছিলেন তিনি। শেষমেশ গুরুদক্ষিণা দিলেন নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত খবর দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শ্রীএল কে আদবানীজিকে ভারতরত্ন দেওয়া হচ্ছে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং এই সম্মান পাওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। তিনি আমাদের সময়ের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং দেশের উন্নয়নের তার অবদান উল্লেখনীয়। একেবারে তৃণমূল স্তর থেকে তার যাত্রা শুরু হয়েছিল, দেশের উপ-প্রধানমন্ত্রী পদ পর্যন্ত। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন।