HappeningsBreaking News
ভর্তুকিহীন সিলিন্ডার বাড়ল ৫৯ টাকা, ভর্তুকি গ্যাসেও বৃদ্ধি ২.৮৯
১ অক্টোবর : ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ফলে যারা স্বেচ্ছায় রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছিলেন, ক্রমাগত মূল্যবৃদ্ধিতে তারা বেশ সমস্যায় পড়েছেন। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দিল্লিতেই বেড়ে গিয়েছে ৫৯ টাকা। সেইসঙ্গে ভর্তুকি দেওয়া সিলিন্ডারের দাম বেড়েছে ২ টাকা ৮৯ পয়সা। রনিবার রাত থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম ২.৮৯ টাকা বেড়ে এখন হয়েছে ৫০২.৪০ টাকা। জিএসটির কারণে ভর্তুকি পাওয়া গ্যাসের দাম বেড়েছে বলে তেল নিগম সূত্রে বলা হয়।
এদিকে রান্নার গ্যাসের ভর্তুকি যে গ্রাহকরা পান, তাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া অর্থের পরিমাণও অক্টোবর থেকে বেড়েছে। এখন রান্নার গ্যাসের ভর্তুকি বাবদ গ্রাহকরা পাচ্ছেন ৩৭৬.৬০ টাকা। সেপ্টেম্বরে গ্রাহকরা ভর্তুকি পেয়েছেন ৩২০.৪৯ টাকা। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন সুত্রে বলা হয়, ভর্তুকি পাওয়া ডমেস্টিক সিলিন্ডারের দাম তেমন না বাড়ায় গ্রাহকরা অনেকটাই স্বস্তিতে রয়েছে।
ব্যবসায়িক কারণে ব্যবহৃত সিলিন্ডার অর্থাৎ সিএনজি-র দাম প্রতি কেজিতে ১ টাকা ৭০ পয়সা বেড়েছে। দিল্লির আশপাশ অঞ্চলে প্রতে কেজিতে সিএনজি-র দাম বেড়েছে ১.৯৫ টাকা। সোমবার থেকে দিল্লিতে প্রতি কেজির দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৪.৩০ টাকা। এই সব দামই ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।