Barak UpdatesHappeningsBreaking News
ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় অয়িঋদ্ধি ফাউন্ডেশনের রক্তদান শিবির
ওয়ে টু বরাক, ৯ জুন : অকাল প্রয়াত অধ্যাপক অয়িঋদ্ধি ভট্টাচার্যের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমে স্মরণ করল তাঁর পরিবারের উদ্যোগে গঠিত অয়িঋদ্ধি স্পর্শমণি ফাউন্ডেশন। ৯ জুন বিকেলে কাছাড় ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্লাড ব্যাঙ্কে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এ দিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতি বছর ২৯ মে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু তখন বরাক নদীর জলস্তর বাড়ার পাশাপাশি বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় সাময়িকভাবে অনুষ্ঠানগুলো স্থগিত রাখতে বাধ্য হয় অয়িঋদ্ধি স্পর্শমণি ফাউন্ডেশন।
রবিবার অনুষ্ঠিত শিবিরে প্রয়াত অয়িঋদ্ধি ভট্টাচার্যের ভাই ঋতমর্ঘ ভট্টাচার্য সহ ৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অন্য রক্তদাতারা হলেন রূপম রায়, পিনাকপানি হোম চৌধুরী, শিলাদিত্য মৈত্র, অরিন্দম ভট্টাচার্য, জয় দাস, বিকাশ কর, অরিজিৎ ভট্টাচার্য ও বিশ্বদীপ কর পুরকায়স্থ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং অয়িঋদ্ধি স্পর্শমণি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ দিনের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মেলে। রক্তদাতাদের উৎসাহ জোগাতে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ দেবব্রত পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি তথা কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রাক্তন প্রশাসনিক আধিকারিক কল্যাণকুমার চক্রবর্তী সহ ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া, কাউন্সিলার শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজর জহিরুল ইসলাম, টেকনিশিয়ান যাদব বরা ও নেওয়াজ আহমেদ, সিস্টার অনুরাধা দেব সহ আয়ান চাকমা, মমতা রাজবংশী, প্রিয়াঙ্কা সিং, অঞ্জলি সিনহা প্রমুখ। এছাড়াও অয়িঋদ্ধি স্পর্শমণি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন অয়িঋদ্ধির মা অপর্ণা ভট্টাচার্য সহ সুপর্ণা ভট্টাচার্য, রিংকু গোস্বামী, তমোজিৎ ভট্টাচার্য, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, এভাবে অয়িঋদ্ধি ভট্টাচার্যের স্মৃতিতে নানা কার্যসূচি অব্যাহত রেখে ফাউন্ডেশন অকাল প্রয়াত ড. অয়িঋদ্ধি ভট্টাচার্যকে সবার হৃদয়জুড়ে উজ্জ্বল করে রাখবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ মে ভোরে অকালে চলে যান আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক অয়িঋদ্ধি ভট্টাচার্য। মাত্র ২৯ বছর বয়সের মেধাবী অয়িঋদ্ধির জীবনে নেমে আসে মৃত্যুর কালোছায়া। ওই বছরই তাঁর জন্মদিন ৮ অক্টোবরে গঠিত হয় অয়িঋদ্ধি স্পর্শমণি ফাউন্ডেশন। ২০১৫ সাল থেকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছর ২৯ মে তাঁর বিদায়ের দিনে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠান। ৮ অক্টোবর জন্মদিনেও আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।