Barak UpdatesHappeningsBreaking News

বেরেঙ্গায় জমিবিবাদে গুলি, জখম ২

ওয়েটুবরাক, ১৪ আগস্ট : শিলচরের বেরেঙ্গায় দুই প্রতিবেশীর জমিবিবাদ গুলি পর্যন্ত গড়াল৷ জখম হয়েছেন এলাকার জিপি সভাপতি সাবিনা ইয়াসমিনের স্বামী নাজিব হোসেন বড়ভুইয়া৷ তিনি মারপিটের ঘটনা শুনে সেখানে গিয়েছিলেন৷ তাঁর হাতে গুলি লেগেছে৷ গুলিবিদ্ধ হয়েছেন নাজিমউদ্দিন লস্কর নামে আরও একজন৷ তাঁর পিঠে গুলি বিঁধেছে৷ নাজিমউদ্দিনের সঙ্গেই জমিবিবাদ প্রতিবেশী আলাউদ্দিন লস্করের৷

Rananuj

শুক্রবার রাত এগারোটা নাগাদ দুই পক্ষে মারপিট শুরু হয়৷ খবর পেয়ে জিপি সভাপতির প্রতিনিধি হিসেবে সেখানে ছুটে গিয়েছিলেন নাজিব হোসেন৷ বিবাদ মেটানোর চেষ্টায় যখন কথা বলছিলেন, তখনই আচমকা গুলি ছুটে আসে৷ নাজিব ও নাজিম জখম হন৷ তাঁদের শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ নাজিব জানিয়েছেন, অন্ধকারের মধ্যে কে গুলি চালিয়েছে, টের পাওয়া যায়নি৷ কিন্তু বেরেঙ্গায় দুষ্কৃতীর হাতে পিস্তল থাকার ঘটনা উদ্বেগে রেখেছে এলাকাবাসীকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker