Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ডাকা হল না বরাকের কোনও সংস্থাকে, ক্ষুব্ধ বিডিওয়াইএফ
ওয়েটুবরাক, ১৯ জুন : সাম্প্রতিক কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিনা সেই ব্যাপারে মতামত জানতে রাজ্যের সংশ্লিষ্ট কিছু সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বরাক উপত্যকা তথা বাঙালিদের কোনও সংস্থার মতামত নেওয়া হয়নি। এই নিয়ে সোচ্চার হল বিডিএফ-এর যুব ফ্রন্ট। আহ্বায়ক কল্পার্নব গুপ্ত বলেন, সরকার যতই সমন্বয়ের কথা বলুন না কেন, বরাক উপত্যকা তথা এখানকার বাসিন্দাদের বারবার অবজ্ঞা করা হচ্ছে। তিনি বলেন, এই ব্যাপারে আলোচনার জন্য আমন্ত্রণ পেয়েছে আসু, আবসু, অসম সাহিত্য সভা ও বড়ো সাহিত্য সভা। পরীক্ষা যেহেতু বরাক সহ সমগ্র রাজ্যের ছাত্রসমাজের জন্য গুরুত্বপূর্ণ, তাই রাজ্যের দ্বিতীয় ভাষিক গোষ্ঠীর প্রতিনিধি সংগঠন বা ছাত্র সংস্থাকে ডাকা উচিত ছিল৷ এই না ডাকার মাধ্যমে সরকারের বৈষম্যমূলক মানসিকতা আবার প্রমাণিত হল। তাঁর বক্তব্য, এইসবের জন্যই বরাক পৃথকীকরণের আওয়াজ ওঠে এবং দিশপুরের মনোভাব পরিবর্তন না হলে এই বিচ্ছিন্নতা আরও বাড়বে।
যুবফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যেহেতু রাজ্য বোর্ড বা পর্ষদের সারা শিক্ষাবর্ষ জুড়ে পর্যায়ক্রমে মূল্যায়নের ব্যাবস্থা নেই তাই চূড়ান্ত পরীক্ষা ছাড়া কীভাবে তাদের শিক্ষাগত মূল্যায়ন হবে এ নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সরকার অবিলম্বে এই ব্যাপারে স্পষ্টীকরণ দিক । একই সাথে তাদের ভবিষ্যৎ পড়াশোনার ক্ষেত্রে এই সিদ্ধান্ত যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় তাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন যে কেরালা সরকার যেভাবে কোভিড বিধি মেনে পরীক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেছেন আসামেও সেভাবে পরীক্ষা নেওয়া যায় কিনা তাও ভেবে দেখা জরুরি। কারণ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের একধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যা কাম্য নয়।