Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন ড. প্রদোষকিরণ নাথ
Pradosh Kiran Nath becomes new Registrar of Assam University

১৮ ডিসেম্বরঃ অস্থায়ী রেজিস্ট্রার ড. প্রদোষকিরণ নাথই আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিযুক্ত হয়েছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তাঁর নিযুক্তি চূড়ান্ত হয়। এই পদের জন্য মোট ৮ জন আবেদন করলেও অন্য কেউ ইন্টারভ্যু দিতে উপস্থিত হননি। ইন্টারভ্যু দিয়েছিলেন একমাত্র প্রদোষবাবুই। বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল তাই তাঁকেই ওই পদে নিযুক্ত করে। আসাম বিশ্ববিদ্যালয় বিধি অনুসারে আগামী পাঁচ বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রদোষবাবু আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছেন। কিছুদিন পড়িয়েছেন গুরুচরণ কলেজে। ওই কলেজ থেকেই তিনি অর্থবিদ্যায় অনার্স নিয়ে স্নাতক হন। আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ-র পাশাপাশি তিনি অরুণকুমার চন্দ আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি-ও পাশ করেছেন।