India & World UpdatesHappeningsBreaking News
বিশ্ব স্বাস্থ্য দিবসে আয়ুষ মন্ত্রকের যোগ উৎসব
ওয়েটুবরাক, ৭ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়ুষ মন্ত্রক আজ লালকেল্লার আইকনিক ১৫ আগস্ট মাঠে একটি যোগ উৎসবের আয়োজন করে। সেই সঙ্গে শুরু হল আন্তর্জাতিক যোগ দিবসের ৭৫ দিনের কাউন্টডাউন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এতে অনেক কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, যোগগুরু, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী (ডোনার) জি কিষাণ রেড্ডি, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব, পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় শিক্ষা ও বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি উপস্থিত ছিলেন ৷ ছিলেন বন্দর, নৌপরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। অনুষ্ঠানে যোগদানকারী সংসদ সদস্যদের মধ্যে ছিলেন ডা. রাজদীপ রায়, জগদম্বিকা পাল, রাজেন্দ্র আগরওয়াল, সুনিতা দুগ্গাল, মঙ্গলা সুরেশ আঙ্গারি, সি লাললান্থাঙ্গা, ফাংগন কনয়াক, তপনকুমার গগৈ এবং হরেন সিং বে।
সুইডেন, হাঙ্গেরি, ভিয়েতনাম, মাদাগাস্কার, ত্রিনিদাদ ও টোবাগো, ভেনেজুয়েলা, টোগো, পেরু, কিরগিজস্তান, জিম্বাবোয়ের মতো অনেক দেশের দূতাবাস ও হাইকমিশনের অনেক গণ্যমান্য ব্যক্তি এবং কর্মকর্তা যোগ উৎসবে অংশ নেন৷
সমাবেশে ভাষণ দেওয়ার সময়, লোকসভার স্পিকার ওম বিড়লা যোগের গুরুত্ব তুলে ধরেন। বলেন, “যোগ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তিনি বিশ্ব স্বাস্থ্য দিবসে সবাইকে শুভেচ্ছা জানান এবং যোগব্যায়ামকে বিশ্বে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।
কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, “আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। যোগব্যায়াম এমন একটি অনুশীলন, যা শরীর এবং মনের মধ্যে সাদৃশ্য নিয়ে আসে। এটি আমাদের শারীরিক শক্তি দেয় এবং আধুনিক জীবনের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করার জন্য মানসিক ভারসাম্য এবং মানসিক স্থিতিশীলতা প্রদান করে। আন্তর্জাতিক যোগ দিবসের ৭৫ দিনের কাউন্টডাউন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন৷ তিনি স্মরণ করিয়ে দেন, জাতিসংঘের সাধারণ পরিষদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। এ বার অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে ৭৫টিরও বেশি ঐতিহ্যবাহী স্থানে যোগ পারফরম্যান্সের পরিকল্পনা করা হয়েছে। সূর্যের গতিবিধির সাথে সারা বিশ্বে যোগ দিবসের অনুষ্ঠান রিলে করার পরিকল্পনা করা হয়েছে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক সূর্য, এক পৃথিবী’ অভিযানের সঙ্গে যুক্ত।”
আজকের মেগা শোতে সাধারণ যোগ প্রোটোকলকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়। যা যোগা নিদ্রা, প্রাণায়াম, ধ্যান ইত্যাদির মতো যোগ অনুশীলনকে জনপ্রিয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রতিটি যোগিক কার্যকলাপ নমনীয়তা, শক্তি, ভারসাম্য এবং সাদৃশ্য অর্জনের একটি চাবিকাঠি। ভারত সরকারের যোগ পোর্টাল হল একটি প্ল্যাটফর্ম যা মানুষকে প্রতিদিন যোগব্যায়াম গ্রহণ, অনুশীলন এবং উপভোগ করতে সহায়তা করে।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, যোগ আজ একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং বিশ্বের প্রায় সব দেশেই এর ব্যাপক অনুশীলন করা হচ্ছে।
যোগগুরু যেমন স্বামী চিদানন্দ সরস্বতী, সভাপতি, পরমার্থ নিকেতন এবং ভিক্ষু সংঘসেনা, প্রতিষ্ঠাতা, মহাবোধি আন্তর্জাতিক মেডিটেশন সেন্টার, লেহ-লাদখও লাইভ প্রোগ্রাম চলাকালীন তাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছে। ভাষণের পরে, ‘মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা’-এর বিশেষজ্ঞদের দ্বারা সাধারণ যোগ প্রোটোকলের একটি লাইভ প্রদর্শন করা হয়। ডক্টর ঈশ্বর ভি. বাসভরাদ্দির নেতৃত্বে যেখানে তিন হাজারেরও বেশি যোগসাধক সাধারণ যোগ প্রোটোকল পরিবেশন করেন।