India & World UpdatesHappeningsBreaking News
অনাস্থা এনে নিজেদের পারস্পরিক বিশ্বাসই পরীক্ষা করে দেখছেন বিরোধীরা, খোঁচা মোদির
ওয়েটুবরাক, ৯ আগস্ট : মণিপুর হিংসা নিয়ে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে আলোচনা। সেই আবহে ফের একবার বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বিরোধীদের পরস্পরের মধ্যে বিশ্বাসই নেই। মানুষের কাছেও গ্রহণযোগ্যতা নেই তাদের।
লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার প্রসঙ্গে মোদি বলেন, “নিজেদের পারস্পরিক বিশ্বাসই পরীক্ষা করে দেখছেন বিরোধীরা। কে পাশে আছে, আর কে নেই, তা পরখ করে দেখতে চাইছে এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে। শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছেন বিরোধীরা। ২০১৮ সালে ওঁদের পারস্পরিক অনাস্থাই সামনে এসেছিল।”
মণিপুর হিংসায় নীরবতা বজায় রাখায় লাগাতার মোদিকে আক্রমণ করে আসছেন বিরোধীরা। তাঁকে বিবৃতি দিতে বাধ্য করতেই অনাস্থা প্রস্তাব বলেও জানিয়েছে তারা। এদিন সেই নিয়েও মুখ খোলেন মোদি। বলেন, “যাঁরা সামাজিক ন্যায়-অন্যায় নিয়ে কথা বলছেন, তাঁরা নিজেরাই পরিবারতন্ত্রের ফসল এবং তুষ্টিকরণের প্রচারক।”