NE UpdatesHappeningsBreaking News
বিপ্লব দেবের বাড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা? পুলিশ বলল, মিথ্যা কথা
ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লবকুমার দেবের পৈতৃকবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে রাজ্য পুলিশ। বিজেপির পক্ষ থেকে অগ্নিসংযোগের অভিযোগ করে সিপিএমকে দোষারোপ করা হচ্ছে৷ সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক রতন ভৌমিক বলেন, উদয়পুরের জামজুড়িতে তাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেই উপলক্ষে জামজুড়ির রাজধরনগর এলাকায় দলীয় পতাকা এবং ফেস্টুন লাগানো হয়েছিল। কিন্তু বিপ্লব দেবের বাড়িতে যজ্ঞানুষ্ঠানের কথা শুনে পেয়ে শেষ মুহূর্তে তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে দেয়। কিন্তু বিজেপি বিপ্লব দেবের বাড়িতে হামলা হয়েছে, এই অভিযোগ এনে সিপিএম-এর প্রচার সজ্জা নষ্ট করে। ওই এলাকার সিপিএম কর্মীদের দোকানপাট ভেঙে দেয় এবং তিনটি দোকানে অগ্নি সংযোগ করে। পরে এলাকার লোকজনের প্রতিরোধের মুখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তখনই বিপ্লব দেবের বাড়িতে আসা কয়েকজন সাধু এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। তা বিজেপির চিরাচরিত স্বভাব বলে দাবি করেন রতন ভৌমিক। গতকালের ঘটনায় সিপিএমের তিনজন কর্মী আহত হন। রতন ভৌমিক বলেন, বিপ্লব দেবের বাড়িতে কোনও হামলার ঘটনা ঘটেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জনগণের নজরে আসার চেষ্টা করছেন।
পুলিশ টুইটার এবং ফেসবুকে মাধ্যমে বিপ্লব দেবের নাম উল্লেখ না করেই জানিয়েছে, কোনও সিনিয়র রাজনৈতিক নেতার বাড়িতে কোনও হামলার ঘটনা ঘটেনি। ওই এলাকায় ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইটি মামলা নথিভুক্ত হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আনা হয়েছে।এই ইস্যুতে ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটি স্বতঃপ্রণোদিত মামলা নিয়েছে। রাজ্য সরকারের সরাষ্ট্র সচিবকে আগামী ১০ জানুয়ারির মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন।