NE UpdatesBarak UpdatesHappeningsCultureFeature Story
বিতর্কে আসাম চলচ্চিত্র পুরস্কার, ঘি ঢাললেন পীযূষ-বিমল
ওয়েটুবরাক, ১৫ মার্চ : এ বার সেরা নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে নাহিদ আফ্রিন অসম চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হন। মঙ্গলবার গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি সেই পুরস্কার গ্রহণ করেন। কিন্তু ‘নিজানর গান’ ছবির যে গানটির জন্য পুরস্কারের কথা ঘোষণা করা হয়, সেটি তিনি গাননি। গেয়েছেন রূপজ্যোতি দেবী। তাই মন্ত্রিসভার মুখপাত্র পীযূষ হাজরিকার মন্তব্য, “পুরস্কারটি নাহিদের ফিরিয়ে দেওয়া উচিত।” অন্যদিকে, সংস্কৃতি মন্ত্রী বিমল বরা জানান, কোনও বিশেষ গানের জন্য নয়, শিল্পীকেই পুরস্কারটি দেওয়া হয়। এ বার সেটি দেওয়া হয়েছে নাহিদকে। তাই সেটি ঘুরিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। এ ভাবেই নিজেদের দোষ ঢাকতে গিয়ে অসম চলচ্চিত্র পুরস্কার বিতর্কে নতুন মাত্রা জুড়লেন দুই মন্ত্রী ।
রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র পীযূষ হাজরিকা বললেন, যে গান তিনি গাইলেনই না, এর জন্য পুরস্কার নেওয়া নাহিদ আফ্রিনের ঠিক হয়নি। পুরস্কার দাবি না করলেও রূপজ্যোতি দেবী নাহিদের সততা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “অন্যের গাওয়া গানের পুরস্কার কী করে নিলেন তিনি!”
এর পরই নাহিদ এই পুরস্কার গ্রহণে তাঁর কোনও দোষ নেই বলে দাবি করেন ৷ জুরি বা আয়োজকরা সেটি ফিরিয়ে দিতে বললে তিনি সে জন্যও প্রস্তুত রয়েছেন। নাহিদের ব্যাখ্যা, তাঁকে জুরি বোর্ড থেকে জানানো হয়েছে। আয়োজকরা আমন্ত্রণ করেছেন। একবারও কেউ কোনও গানের কথা উল্লেখ করেননি। ‘নিজানর গান’ ছবির কথা বলেছেন। ওই ছবিতে তিনি ঠিকই গেয়েছেন। পুরস্কার প্রদানের সময় গানটির কথা উল্লেখ করা হলেও, তাঁর কথায়, “তখন আমি আমার নামের বাইরে কোনও কথাই শুনতে পাচ্ছিলাম না।”
শেষে সংস্কৃতি মন্ত্রী বিমল বরা ঘোষণা করেন, জুরি বোর্ড নাহিদ আফ্রিনকেই নির্বাচিত করেছে। কোনও বিশেষ গানকে নয়। কারণ প্রযোজক-পরিচালকরা জুরি বোর্ডের কাছে যে নিজেদের মনোনয়নের কথা জানান, সেখানে শিল্পী ও ছবির নাম উল্লেখ থাকে, গানের কথা নয়। ‘নিজানর গান’ ছবির পরিচালক-প্রযোজক তাদের মনোনয়নে নাহিদের কথা স্পষ্ট করে লিখেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত তথ্য জুড়তে গিয়ে ভুল করে এক গানের বদলে আর এক গানের কথা বলে দেওয়া হয়েছে। একে তিনি “মানুষ মাত্রেই ভুল হয়” বলে মন্তব্য করেন।