Barak UpdatesHappeningsBreaking News
১২ বাগান লিজে দিচ্ছে এটিসি, জানালেন রাজদীপ গোয়ালা
ওয়েটুবরাক, ১৬ জুনঃ আসাম টি করপোরেশনের ১৫ বাগানের ১৩টি লিজে দেওয়ার কথা চলছে। বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন করপোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা। তিনি বলেন, কোনও বাগান বিক্রির পরিকল্পনা তাঁদের নেই।
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব দুদিন আগে রাজদীপ গোয়ালাকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি বুঝতেই পারবেন না, তাঁকে সামনে রেখে বাগান বিক্রি হয়ে যাবে। তাঁকে চেয়ারম্যান করাই হয়েছে বাগান বিক্রির জন্য। এরই জবাবে প্রাক্তন বিধায়ক বলেন, লিজ আর বিক্রি এক কথা নয়। বাগানের উন্নতির জন্যই লিজে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি বাগানও যে লিজে দেওয়া হয়েছে, তা জানিয়ে রাজদীপ তাঁর ‘দিদি’কে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে অনুরোধ করেন।
তবে ডলু-মউয়ে স্বাক্ষর করে বরাক চা শ্রমিক ইউনিয়ন যে শ্রমিকদের ঠিকঠাকভাবে নিজেদের যুক্তিগুলি বোঝাতে পারেননি, পরোক্ষে স্বীকার করে নেন ইউনিয়নের সহকারী সম্পাদক গোয়ালা। বলেন, জমি অধিগ্রহণ শুরুর আগে তাঁরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন। এর পরই বিভিন্ন পক্ষ শ্রমিকদের ভুল বোঝাচ্ছে।
কিন্তু তাদের যুক্তি না মেনে শ্রমিকরা বিক্ষুব্ধ হল কী করে, এই প্রশ্ন এড়িয়ে দীনেশ গোয়ালা তনয় বললেন, আসলে নতুন একটি ইউনিয়ন তৈরির উদ্যোগ চলছে। তারাই এই বিমানবন্দর বিরোধী আন্দোলনে মদত দিচ্ছে।
এই সাংবাদিক সম্মেলনে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় জানান, গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই৷ সমস্ত কাজ প্রক্রিয়া মেনে এগোচ্ছে৷ গ্রিনফিল্ড এয়ারপোর্টের নীতিমালায় বলা হয়েছে, আগে জমি তাদের সমঝে দিতে হবে এবং সেই জমিতে অন্য কিছু থাকলে হবে না৷ এমন জমি পাওয়ারই আসে নির্ধারিত ফর্মে প্রস্তাব পাঠানো৷ এর পর পরিবেশের ওপর প্রভাব বা ইআইএ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷