Barak UpdatesHappeningsBreaking News
বাংলা সাহিত্য সভা শিলচর শাখার সংবর্ধনা অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ১১ ডিসেম্বর : ১০ ডিসেম্বর রবিবার দুপুরে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম গ্রন্থমেলার মঞ্চে রাজ্য সরকারের সাহিত্যিক পেনশন প্রাপ্ত লেখক জয়া দেব ও চম্পালাল সিনহাকে সম্বর্ধনা জানায় বাংলা সাহিত্য সভার শিলচর শাখা।
এতে বক্তব্য রাখতে গিয়ে লেখক জয়া দেব উল্লেখ করেন, তাঁর চলার পথে মানুষের অফুরান সাহায্য পেয়েছেন। বইপ্রেমী মানুষেরা আরও যাতে বই পড়েন সেজন্য তিনি বারবার উল্লেখ করেন। আজ একজন অন্যজন থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। একমাত্র বই আমাদের আত্মীয়তার যোগসূত্র তৈরি করতে পারে সে কথা তিনি বারবার উল্লেখ করেন।
কবি চম্পালাল সিনহা বলেন, তিনি মানুষের কথাই আজীবন লিখে গেছেন, যতোদিন বাঁচবেন ততোদিন লেখালেখিতে মনোনিবেশ করে যাবেন। মনুষ্যত্ব বিকাশে মানববন্ধনের কথাই তিনি বারবার কবিতায় তুলে ধরেছেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সমরবিজয় চক্রবর্তী ও সঞ্চালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড° বরুণজ্যোতি চৌধুরী।এতে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য সভার রাজ্য সহ সাধারণ সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ।