Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ কাণ্ড : সর্বধর্ম সমন্বয় সভার নিন্দা, ধিক্কার
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সর্বধর্ম সমন্বয় সভার বৈঠকে এই ঘটনাকে সর্বকালের বর্বরোচিত কাণ্ড বলে আখ্যা দেওয়া হয়েছে৷ সমস্বরে সবাই এর নিন্দা ও ধিক্কার জানান। দোষীদের কঠোরতম শাস্তি দিয়ে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে ন্যায় বিচার পাইয়ে দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জি জানায় সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে দিকে সতর্ক নজর রাখতে অনুরোধ করা হয়। সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ “সাম্প্রদায়িকতা রুখো, সম্প্রীতি গড়ো” নাম দিয়ে মানববন্ধন কার্যসূচি হাতে নিয়েছে। শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় আরও বিভিন্ন জেলায় সর্বধর্মীয় শান্তি মিছিলের আয়োজন করা হয়েছে। সর্বধর্ম সমন্বয় সভার এক প্রতিনিধি দল বাংলাদেশের কুমিল্লা জেলায় গিয়ে মূর্তি ভাঙচুর হওয়া স্থানগুলি পরিদর্শন করার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে আমির হোসেন জানিয়েছেন৷