Barak UpdatesBreaking News

খোলা বাজারে অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম দেখতে এনফোর্সমেন্ট টিম
Enforcement Team formed to check price of essential commodities

১৬ নভেম্বর : খোলা বাজারে অত্যাবশ্যকীয় সামগ্রী সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এবং নীতিবিরুদ্ধ কাজকর্ম রোধ করার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিক এবং পুরসভার প্রতিনিধিরা। এই দলটিকে দুটি ভাগ করে কয়েকজন আধিকারিককে পৃথক পৃথক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

টিম এ তে রয়েছেন তাপস পোদ্দার, সরিপা বেগম খান, মুন পাল গৌতম চক্রবর্তী এবং পুরসভার এক প্রতিনিধি। টিম বি-তে রয়েছেন দীপেন শর্মা শামসুল হক, মাঝারভূইয়া, রাজকমল শর্মা, দীপক কুমার মলিন এবং শিলচর পুরসভার এক প্রতিনিধি। তারা বিভিন্ন খোলা বাজার এবং বিভিন্ন স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker