Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশি এনআইটি প্রাক্তনীর দাবি, অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল
ওয়েটুবরাক, ২৭ আগস্ট: সমাজ মাধ্যমে ভারত বিরোধী পোস্টের জন্য দুদিন ধরে চর্চার কেন্দ্রে থাকা শিলচর এনআইটির প্রাক্তনী সাদাত হোসেন আলফি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন৷ তাঁর কথায়, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছিল৷ তিনি কোনও ভারত বিরোধী পোস্ট করেননি৷ করে থাকলে তা হ্যাকাররা করতে পারেন৷ সমাজমাধ্যমে যেমন হ্যাক হওয়ার কথা জানিয়েছেন, তেমনি তা শিলচর এনআইটি কর্তৃপক্ষকেও জানিয়েছেন৷
এনআইটি কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতের বিদেশ মন্ত্রকের অন্তর্গত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর স্কলারশিপ নিয়ে ভারতে পড়তে আসে৷ বাংলাদেশের নাগরিক আলফিও ভারত সরকারের স্কলারশিপে শিলচর এনআইটিতে পড়তে এসেছিলেন৷ বিটেক কোর্স সম্পন্ন করে নিয়েছেন৷ এখন শুধুই তাঁর ডিগ্রি প্রদান বাকি৷ আগামী নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত সমাবর্তনে তাঁর ডিগ্রি পাওয়ার কথা৷ এখন আলফির পক্ষে ওই ডিগ্রি নেওয়া সহজ নয় বলেই ইঙ্গিত মিলেছে৷ একই ধরনের অনিশ্চয়তা রয়েছে আলফির পোস্টে লাইক করে বাংলাদেশে ফিরে যাওয়া ছাত্রীটিরও৷