Barak UpdatesHappeningsBreaking News
বাঁধ সংস্কারে বেতুকান্দিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান ধর্মঘট
ওয়েটুবরাক, ২৭ ফেব্রুয়ারিঃ গত বছর বন্যায় শিলচর শহর বন্যায় হাবুডুবু খেয়েছে। বিশাল ধনসম্পদের মানুষকেও বোতল জলের জন্য হাত পাততে হয়েছে। স্বেচ্ছাসেবীদের ত্রাণের দিকে তাকিয়ে ছিলেন জলবন্দি মধ্যবিত্ত, নিম্নবিত্ত জনতা। কারণ অনুসন্ধানে মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী, সাংসদ-বিধায়করা বেতুকান্দিতে বরাক নদীর বাঁধ কাটাকে দায়ী করলেও এ পর্যন্ত ওই বাঁধের মেরামতি সম্পন্ন হয়নি। বৃষ্টির দিন শুরু হতে চলল বলে ফের না জলে ডুবতে হয়, সে নিয়ে উদ্বেগে শিলচরের মানুষ। উদ্বিগ্ন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসও। তারা সোমবার সকাল দশটা থেকে বেতুকান্দিতে অবস্থান ধর্মঘট পালন করেন। বাঁধ সংস্কার কেন হচ্ছে না, প্রশ্ন তোলেন। ধর্মঘট মঞ্চ বক্তৃতা করেন জেলা সভাপতি রাজেশ দেব, সজল বণিক, রাজ দাস, অনুপম পাল প্রমুখ।
সাংসদ রাজদীপ রায় জানান, মঙ্গলবার বিভাগীয় মন্ত্রী শিলচরে এসে বেতুকান্দিতে বাঁধের কাজের শিলান্যাস করবেন। এর পর পুরোদমে কাজ চলবে। তাঁর আশা, বর্ষার আগেই এই কাজ শেষ সম্পন্ন হবে। একশো বছরের মধ্যে এ বারের মতো বন্যা হয়নি বলে উল্লেখ করে তিনি ভরসা দেন, আর শিলচর শহরকে এমন ডুবতে হবে না।
জেলাশাসক রোহনকুমার ঝা এ দিন অবস্থান ধর্মঘট চলাকালে বেতুকান্দি পরিদর্শন করেন। তবে তিনি কোনও মন্তব্য করেননি।