NE UpdatesHappenings
গুরুর পাশাপাশি জীবনে গাইড হিসেবে নিতে হবে শ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে : মুখ্যমন্ত্রী
১৭ সেপ্টেম্বর : শ্রীঠাকুর অনুকূলচন্দ্র কে শুধুমাত্র গুরু হিসেবেই গণ্য করলে হবে না। এই গুরুকে দার্শনিক ও গাইড হিসেবে গ্রহণ করার মানসিকতা আমাদের নিতে হবে। শ্রীঠাকুর অনুকূলচন্দ্র বিশ্ব মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মহান বাণী প্রদান করে গেছেন। তার এই বাণী অনুসরণ করে চললে আমাদের মানবিক গুণগুলো আরও বিকশিত হবে। জীবনের শান্তি ও উন্নতি সম্ভব করে তুলতে হলে এই গুরুর আদর্শ ও নীতির দ্বারা আমাদের পরিচালিত হতে হবে।
সোমবার তিনসুকিয়ায় শ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩২তম আবির্ভাব মহোৎসব উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের বাণী বাস্তব জীবনে প্রয়োগ করে শান্তি-সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের বন্ধন অটুট রেখে এক মহান আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। এই গুরু ভক্তদের যে আদর্শে জীবনে অগ্রসর হওয়ার বার্তা দিয়ে গেছেন, তা মেনে ব্যক্তি ও সমাজ জীবনকে সুন্দর করে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, জীবনে গুরুর বাণী মেনে চললে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেজন্য এই গুরুর বাণী মেনে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং ভালো কাজ করে বিশ্বের মানুষকে আমাদের শক্তির উপযুক্ত প্রদর্শন দিতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আসাম তথা ভারতে নয়, সমগ্র বিশ্বে শক্তিশালী সমাজ গড়ে তোলার জন্য ঠাকুরের আশীর্বাদের প্রয়োজন রয়েছে। আর এ জন্য গুরুর বাণীর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। মুখ্যমন্ত্রী এও বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পথে আসা দুর্যোগ অতিক্রম করে মানবসমাজে সত্য ধর্ম প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর নিজের জীবনে শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের প্রভাব রয়েছে বলেও মুখ্যমন্ত্রী এ দিন উল্লেখ করেন। এ দিনের সভায় কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, বিধায়কদের মধ্যে সঞ্জয় কিষাণ, বলিন চেতিয়া, ভাস্কর শর্মা, সুরেন ফুকন সহ বহু ভক্ত উপস্থিত ছিলেন।