Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মোকার প্রভাবে বরাক উপত্যকায় শুক্রবার ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে
ওয়েটুবরাক, ১১ মে : ঘূর্ণিঝড় মোকা বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি পোর্টব্লেয়ার থেকে প্রায় ৫২০ কিলোমিটার পশ্চিমে এবং কক্সবাজার বাংলাদেশের ১১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত হয়েছে।
বঙ্গোপসাগরের উপর তৈরি মোকা শুক্রবারের মধ্যে খুব তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এর গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে।
বুধবার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট পূর্বাভাস দিয়েছিল, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরছে এবং সেখানেই ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাতে উত্তরপূর্বের পাঁচটি রাজ্যে এর প্রভাব বেশি করে পড়বে। মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার জন্য সতর্কতা জারি করেছে৷ মায়ানমার এবং বাংলাদেশের নিকটবর্তী স্থানগুলিতে ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। ফলে বরাক উপত্যকাও ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় আক্রান্ত হতে পারে শুক্রবার।