NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বরাকে প্রথম গ্রিন করিডর, কোভিড রোগীকে কলকাতায় পাঠানো হল
২৩ ডিসেম্বর: মধুরবন্দের ইস্তিয়াক মজুমদার কোভিডে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায়৷ দ্রুত উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়৷ গ্রিন হিলস হাসপাতাল থেকে বিমানবন্দরে যাওয়ার পথে যানজটে যেন আটকে না পড়েন, সে জন্য জেলা প্রশাসন গ্রিন করিডরের ব্যবস্থা করে৷ জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চিঠি পেয়েই মোড়ে মোড়ে ট্রাফিক দাঁড় করিয়ে দেওয়া হয়৷ পুলিশ ছুটে যায় গ্রিন হিলসে৷
On the request of the DDMA, Cachar, we created a "Green Corridor" today to facilitate transportation of a critical patient from Green Heals Hospital, Meherpur to Kumbhirgram Airport…Wishing the patient a speedy recovery!
Thank you one and all for the cooperation!!@assampolice pic.twitter.com/Dip6F5KeV5— CacharPolice (@cacharpolice) December 23, 2020
এ আর মজুমদারের ৩২ বছরের পুত্রকে গ্রিন হিলস থেকে একটানে নিয়ে অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছে যায়৷ পরে এয়ার অ্যাম্বুলেন্সে রওয়ানা হয় কলকাতার আমরিতে৷ বরাক উপত্যকায় এই প্রথম গ্রিন করিডর হল৷
কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানান, ২০ মিনিটে পৌঁছানো গিয়েছে বিমানবন্দরে৷ বিভিন্ন যানচালক সহ সাধারণ পথচারীরা সহযোগিতা করায় তা সম্ভব হয়েছে৷